আপনার চোখে ‘লোকাল হিরো' কে? | পাঠক ভাবনা | DW | 01.07.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আপনার চোখে ‘লোকাল হিরো' কে?

‘লোকাল হিরো' সম্পর্কিত কয়েকটি ই-মেল আমরা পেয়েছি৷ আর তা থেকে একটি ভুল বোঝাবুঝি স্পষ্ট হয়ে উঠেছে৷ আমাদের আহ্বান ছিল, ‘আপনার চেনা লোকাল হিরোর গল্প বলুন ও পুরস্কার জিতুন'৷ এর অর্থ কিন্তু আপনার ব্যক্তিগত গল্প নয়!

‘লোকাল হিরো' নিয়ে বন্ধু তিতাস সরকারের ই-মেলটি আমরা পেয়েছি৷ তাঁকে আন্তরিক ধন্যবাদ৷ কিন্তু সেই ই-মেলে তিনি নিজেকেই ‘লোকাল হিরো' হিসেবে তুলে ধরেছেন৷ আমরা কিন্তু নিজস্ব, ব্যক্তিগত গল্প লিখে পাঠানোর কথা বলিনি৷ বলতে চেয়েছি, আপনার আশেপাশের মানুষদের মধ্যে যাঁরা সমাজ পরিবর্তনে কাজ করছেন, অবদান রাখছেন, তাঁদের কথা আমাদের জানাতে এবং জিতে নিন স্মার্টফোন সহ অন্যান্য পুরস্কার৷

‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে'

আপনি নিজে সমাজ পরিবর্তনের জন্য ভালো কিছু করে থাকলে সেটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ৷ কিন্তু আপনার সেই গল্প আপনি নয়, অন্য কেউ লিখবেন, তাই নয় কি? আর আপনি জানাবেন আপনার চেনা বিস্ময়কর কোনো প্রকল্প বা ব্যক্তির গল্প৷

Infolady Projekt gewinnt Global Media Forum Auszeichnung

গ্রামের নারীদের সেবায় তথ্যকল্যাণী

তাই আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের ওয়েবসাইটে ‘লোকাল হিরো' বিষয়ক প্রতিবেদনটি একটু মনোযোগ দিয়ে পড়ুন, তাহলেই আপনার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে৷ লিংকটি আবার দেখে নিন

প্রিয় পাঠক, ‘লোকাল হিরো' সম্পর্কিত প্রতিযোগিতায় আমরা কিছু ব্যক্তিগত ই-মেল পেলেও, এখনও পর্যন্ত কোনো সুচিন্তিত ‘হিরোর' কথা পাইনি৷ পাইনি তেমন কোনো সাড়া জাগানো প্রকল্পের সন্ধান৷ তাই বন্ধুরা, একটু ভেবে দেখুন, আপনার আশেপাশে, গ্রামে, শহরে অথবা আপনার বাড়িতেই হয়ত কেউ রয়েছেন যিনি সমাজের উন্নতির জন্য এমন কিছু করেছেন, যা অনেকেরই অজানা৷ যেমন করছেন বাংলাদেশের তথ্যকল্যাণীরা, ভারতের বস্তিতে টয়লেট নির্মাণকারী কলাবতী অথবা ইন্দোনেশিয়ার এক ডাক্তার, যিনি কেউ ময়লা জমা দিলে বিনা পয়সায় চিকিৎসা করেন

সমাজ বদলে দিতে পারে – এমন কোনো গল্প কি আপনি জানেন? তাহলে আমাদের জানান৷ আপনার সেই খোঁজ সারা বিশ্বের কাছে পৌছে দেবো আমরা৷

আপনাদের ই-মেলের অপেক্ষায় রইলাম৷ সবাই ভালো থাকবেন আর ডিডাব্লিউ-র সঙ্গে থাকবেন৷ অনেক শুভেচ্ছা রইলো আপনাদের সকলের জন্য৷

ডয়চে ভেলে বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন