1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলোরাডো হত্যাকাণ্ড

২৪ জুলাই ২০১২

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের প্রেক্ষাগৃহে গুলি করে হত্যাযজ্ঞ চালানোর সাথে জড়িত থাকার দায়ে আটক জেমস হোমস’কে প্রথম আদালতে হাজির করা হয় সোমবার৷ ঐ নারকীয় ঘটনার পর অ্যামেরিকার অস্ত্র আইন নিয়ে আবারো উঠেছে বিতর্কের ঝড়৷

https://p.dw.com/p/15e0R
Colorado shooting suspect James Eagan Holmes (L) sits with public defender Tamara Brady during his first court appearance in Aurora, Colorado, July 23, 2012. Holmes, the man accused of shooting dead 12 people in a Colorado movie theater during the midnight screening of the new Batman movie early Friday, made his first appearance in court on Monday, sitting silently in a red jailhouse jump suit and with his hair dyed bright red. REUTERS/RJ Sangosti/Pool (UNITED STATES - Tags: CRIME LAW)
ছবি: Reuters

‘ব্যাটম্যান' ছবির ধারাবাহিকের তৃতীয় পর্ব ‘দ্য ডার্ক নাইট রাইজেজ' এর মধ্যরাতের প্রদর্শনীর সময় প্রেক্ষাগৃহে ঢুকে হত্যাকাণ্ড ঘটায় জেমস হোমস৷ এতে ১২ জন মারা যান৷ আহত হন আরো ৫৮ জন৷ শুক্রবার মধ্যরাতের এই ঘটনার পরপরই সিনেমা হলের পেছনে নিজের গাড়ি থেকে আটক হয় হোমস৷ এরপর থেকে অ্যারাপাহো কাউন্টি জেলখানায় রাখা হয়েছে হোমস'কে৷

হত্যাকাণ্ডের পর থেকেই এর পেছনের ঘটনা এবং কারণ খুঁজতে অভিযানে নেমে যায় মার্কিন পুলিশ৷ হোমস তার বাসস্থানকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্র-শস্ত্র দিয়ে মৃত্যু ফাঁদ পেতে রেখেছিল৷ যাতে করে ঘটনার পর সেখানে পুলিশ তল্লাশি করতে গেলেই আরো এক নারকীয় ঘটনার সৃষ্টি হয়৷ তবে পুলিশ খুব সাবধানে এক দিন ধরে সেই বাড়ির সব মৃত্যুজাল নিস্ক্রিয় করে৷

সপ্তাহান্তের অভিযান শেষে সোমবার অ্যারাপাহো কাউন্টি জেলা আদালতে হোমস'কে হাজির করা হয়৷ ফলে আদালতেই মানুষ প্রথম দেখতে পায় ২৪ বছর বয়সি হোমস'এর নির্বিকার অবসাদ চেহারা৷ এসময় তার মাথায় লাল রং করা চুল দেখা গেছে৷ সে চুলে লাল রং করে মূলত ‘ব্যাটম্যান'এর শত্রু ‘দ্য জোকার' সেজেছিল৷ আদালতে হোমস কোনো কথাই বলেনি৷ বরং মাঝেমাঝেই যেন অবসাদে তার মাথা নীচে ঝুলে পড়ছিল এবং চোখ বুঁজে আসছিল৷

হোমস'এর বিরুদ্ধে ১২ জনকে হত্যা করার এবং আহত ৫৮ জনকে হত্যার চেষ্টা করার অভিযোগ আনা হবে বলে মনে করা হচ্ছে৷ এছাড়া সে তার নিজের বাড়িতে যে মৃত্যু ফাঁদ পেতেছিল সেটির জন্যও দোষী সাব্যস্ত হতে পারে হোমস৷ সরকারি কৌঁসুলিরা আগামী কয়েক সপ্তাহ নিহতদের স্বজনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন যে, তাঁরা হোমস'এর মৃত্যুদণ্ডের আবেদন করবেন কিনা৷ অ্যারাপাহো কাউন্টি'র কৌঁসুলি ক্যারল চেম্বার্স বলেন, ‘‘এ ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্বজনদের মতামত গ্রহণ করবো৷''

এদিকে, কলোরাডো হত্যাকাণ্ডের পর অ্যামেরিকার অস্ত্র আইন নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে৷ নিউ ইয়র্ক শহরের মেয়র মাইকেল বুমবের্গ প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি উভয়ের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁদের নির্বাচনি বক্তব্যে এ ব্যাপারে নিজেদের স্পষ্ট অবস্থান তুলে ধরার জন্য৷ বুমবের্গ বলেন, ‘‘পরবর্তী প্রেসিডেন্টের চার বছরের মেয়াদে বন্দুকের গুলিতে অন্তত ৪৮ হাজার মানুষ প্রাণ হারাবে৷ ফলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ তাই ভোটের আগেই মানুষকে জানানো হোক যে, এই আইনের ব্যাপারে তাঁরা কী করবেন৷''

এএইচ / ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য