1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আত্মজীবনী লিখবেন জুলিয়ান আসাঞ্জ

২৬ ডিসেম্বর ২০১০

এবার আত্মজীবনী লিখবেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ৷ এজন্য পাবেন প্রায় ১১ লক্ষ পাউন্ড৷ ইতিমধ্যে চুক্তি সই করে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি৷ ব্রিটেনের সানডে টাইমস পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাত্কারে এসব কথা বলেন তিনি৷

https://p.dw.com/p/zpxI
জুলিয়ান আসাঞ্জছবি: picture-alliance/dpa

আসাঞ্জ বলেন তিনি বই লিখতে চাননি৷ কিন্তু তারপরও তাঁকে লিখতে হচ্ছে৷ কারণ তাঁর বিরুদ্ধে থাকা মামলা চালানোর জন্য প্রচুর অর্থ দরকার৷ ইতিমধ্যে এই খাতে তাঁর দুই লক্ষ পাউন্ড খরচ হয়ে গেছে বলে জানান আসাঞ্জ৷

এছাড়া রয়েছে উইকিলিক্সকে টিকিয়ে রাখার সংগ্রাম৷ কারণ মূলত দানের অর্থ দিয়ে চলে মার্কিন মুল্লুক কাঁপিয়ে দেয়া ওয়েবসাইট উইকিলিক্স৷ আর এই দানের অর্থ আসে ভিসা, মাস্টারকার্ড, পে-পেল এসবের মাধ্যমে৷ কিন্তু মার্কিন গোপন নথি প্রকাশ করে যুক্তরাষ্ট্র সরকারের তোপের মুখে পরার কারণে অর্থ ছাড় বন্ধ করে দেয় ঐ তিন প্রতিষ্ঠান৷ এছাড়া ব্যাংক অব অ্যামেরিকাও উইকিলিক্সকে অর্থ দেবেনা বলে জানিয়ে দিয়েছে৷ সব মিলিয়ে আর্থিকভাবে বেশ চাপের মুখেই আছে উইকিলিক্স৷

তাই আসাঞ্জ মনে করেন বই লেখা থেকে পাওয়া অর্থ উইকিলিক্সকে টিকিয়ে রাখবে৷

সুইডিশ দুই নারীকে যৌন নিপীড়নের মামলায় আসাঞ্জ বর্তমানে লন্ডনে তাঁর এক সমর্থকের বাড়িতে মূলত গৃহবন্দি হয়ে রয়েছেন৷ এর আগে ঐ মামলার কারণে তাঁকে নয়দিন জেল খাটতে হয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: ফাহমিদা সুলতানা