1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশ জুড়ে মার্কিন শিক্ষার্থীদের ‘ওয়াকআউট'

১৫ মার্চ ২০১৮

গোটা মার্কিন মুলুক জুড়ে স্কুলের ছাত্রছাত্রীরা আগ্নেয়াস্ত্র সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে ক্লাশ ছেড়ে পথে বেরিয়েছে৷ পটভূমি হলো, এক মাস আগে ফ্লোরিডার একটি স্কুলে বন্দুকধারীর তাণ্ডবে ১৭ জন ছাত্রছাত্রী ও শিক্ষকের প্রাণহানি৷

https://p.dw.com/p/2uMUo
USA Schülerprotest gegen Waffengewalt in Washington
ছবি: picture-alliance/AP Photo/J.L. Magana

‘উইমেন্স মার্চ' সংগঠনের যুব শাখা ‘এমপাওয়ার' এই প্রতিবাদের আয়োজন করেছিল৷ ২০১৭ সালের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের সময় নারী অধিকারের সমর্থনে লক্ষ লক্ষ মানুষের বিক্ষোভ প্রদর্শনের ব্যবস্থা করেছিল এই ‘উইমেন্স মার্চ' সংগঠন৷ 

বুধবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বেলা দশটার সময় ছাত্রছাত্রীরা প্রথমে পার্কল্যান্ডে নিহতদের স্মরণে নীরবতা পালন করে৷ ১৪ই ফেব্রুয়ারি তারিখে ফ্লোরিডার পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে এক প্রাক্তন ছাত্রের এলোপাথাড়ি গুলিচালনাতে ১৪ জন ছাত্রছাত্রী ও তিন জন স্কুলকর্মী প্রাণ হারান

উইমেন্স মার্চ-এর তরফ থেকে আগ্নেয়াস্ত্র সহিংসতা বিরোধী এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে #এনাফ৷

সব ছাত্রছাত্রী যে স্কুল ছেড়ে বেরিয়ে আসে, এমন নয়; তবে অনেকে স্কুলের করিডরে লাইন করে দাঁড়িয়ে বা জিম কিংবা অডিটোরিয়ামে একত্রিত হয়ে, কমলা অথবা মেরুন রঙের জামাকাপড় পরে তাদের সংহতি প্রকাশ করে৷ প্রসঙ্গত, উইমেন্স মার্চ সংগঠন আগ্নেয়াস্ত্র সহিংসতার বিরুদ্ধে আন্দোলনের প্রতীকী রং হিসেবে কমলা রংকে বেছে নিয়েছে; অপরদিকে মার্জরি স্টোনম্যান ডগলাস স্কুলের প্রতীকী রং হলো মেরুন৷

বস্টনে জোর বরফ পড়ার দরুণ অনেক স্কুল বন্ধ থাকা সত্ত্বেও শত শত ছাত্রছাত্রী প্রথমে একটি গির্জার সামনে মিলিত হয়ে পরে রাজ্য ভবন অভিমুখে যাত্রা করে৷ অ্যালাবামা রাজ্যের বার্মিংহ্যাম শহরের হাফম্যান হাই স্কুলের ছাত্রছাত্রীরা গত সপ্তাহে তাদের স্কুলে একজন ১৭ বছর বয়সি ছাত্রীর গুলিতে নিহত হওয়ার কথা স্মরণ করে৷ পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের ফুটবল খেলার মাঠে সমবেত হয়ে পরস্পরকে আলিঙ্গণ করে সান্ত্বনা জানায়৷

বন্দুক সন্ত্রাস বাড়ছে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে

কিছু স্কুল বিক্ষোভ প্রদর্শনে বাধা দিয়েছে

কিছু স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের ওয়াকআউট নিষিদ্ধ করেন ও শৃঙ্খলা জনিত পদক্ষেপ নেবার হুমকি দেন – পেন্সিলভানিয়া ও জর্জিয়ার দু'টি স্কুল থেকে এ ধরনের ‘ডিসিপ্লিনারি অ্যাকশন'-এর হুমকি দেওয়া হয়েছে, বলে প্রকাশ৷ বহু ছাত্রছাত্রী অবশ্য এই ওয়ার্নিং-এ কর্ণপাত করেনি৷

ওয়াশিংটনে ২,০০০-এর বেশি হাইস্কুল ছাত্রছাত্রী হোয়াইট হাউসের সামনে ভবনটির দিকে পিঠ ফিরিয়ে বসে প্রতিবাদ জানায় ও ১৭ মিনিটের নীরবতা পালন করে৷ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন একটি ক্যালিফর্নিয়া সফরে৷

এছাড়া ছাত্রছাত্রীরা ক্যাপিটলের সামনে সমবেত হয়, যেখানে ডেমোক্র্যাটিক বিধায়করা তাদের সঙ্গে কথাবার্তা বলেন৷ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর নেত্রী ন্যান্সি পেলোসি ও সেনেট প্রধান চাক শুমার ছাত্রছাত্রীদের সমীপে বক্তব্য রাখেন৷

পেলোসি বলেন, ‘‘আমরা সকলেই আগ্নেয়াস্ত্র সহিংসতা রোধের জন্য তোমাদের অনড় অবস্থান ও নির্ভীক দাবিতে মুগ্ধ৷''

সেনেটর শুমার সেনেটের প্রতি প্রদত্ত ভাষণে মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে নিহত ১৭ জনের নাম পাঠ করে শোনান এবং যোগ করেন যে, অন্যান্য সেনেট সদস্যরা ‘‘তাদের প্রতি সম্মান জানানোর সংকল্প নেবেন,'' বলে তিনি আশা করেন৷

রিপাবলিকানরা নতুন আইন আনছে

হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর রিপাবলিকান নেতৃবর্গ একটি বিল আনছেন, যা অনুযায়ী স্কুলের শিক্ষক ও কর্মীদের আগ্নেয়াস্ত্র ধারণের প্রশিক্ষণ দেবার জন্য ও সরকারি আইন-শৃঙ্খলা বিভাগের কর্মীরা যাতে সম্ভাব্য আগ্নেয়াস্ত্র সহিংসতার ঘটনার আঁচ পেতে পারেন ও তা রোধ করতে পারেন, সে কাজের জন্য মোট পাঁচ কোটি ডলার বরাদ্দ করা হবে৷ তবে এই অর্থে স্কুলের শিক্ষক বা কর্মীদের জন্য আগ্নেয়াস্ত্র ক্রয় করা চলবে না৷

হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার পল রায়ান বুধবার বলেন, ‘‘শ্রেষ্ঠ উপায় হলো, যে ধরনের মানুষের বন্দুক পাওয়া উচিত নয়, তারা যেন বন্দুক না পায়, সেই ব্যবস্থা করা৷''

এসি/ডিজি (রয়টার্স, এএফপি, এপি)