1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগ যুদ্ধাপরাধী, দাবি জামাতের

২৬ সেপ্টেম্বর ২০১০

জামাতের ভারপ্রাপ্ত নতুন আমীর মাওলানা এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ নিয়ে এবার নতুন তথ্য হাজির করছেন৷ আমীরের দাবি, একাত্তরে যুদ্ধাপরাধের জন্য জামাত দায়ী নয়, দায়ী আওয়ামী লীগ৷

https://p.dw.com/p/PMyI
আওয়ামী লীগ যুদ্ধাপরাধী, দাবি জামাতেরছবি: Mustafiz Mamun

যুদ্ধাপরাধের অভিযোগে জামাতের শীর্ষ নেতা নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা এবং কামারুজ্জামান এখন কারাগারে৷ কারাগারে আটক জামাতের আরেক নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে৷ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলতি তদন্তে যুদ্ধাপরাধের তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে আরো অনেক জামাত নেতার বিরুদ্ধে৷ অন্যদিকে সংবিধানের ৫ম সংশোধনী বাতিল হওয়ায় জামাতসহ ধর্মীয় রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবী ঊঠছে৷ ঢাকাসহ সারাদেশের সভা-সেমিনারে এখন এই দাবি প্রবল৷

জামাতের সামনে তাই অশনি সংকেত৷ মূল নেতৃত্ব কারাগারে থাকায় জামাতের সামনের সারিতে এনেছেন পেছনের নেতারা৷ জামাতের ভারপ্রাপ্ত আমীর এখন মাওলানা এটিএম আজহারুল ইসলাম৷তাঁরা জামাতকে রক্ষায় নানা কৌশল নিচ্ছেন৷ তাই হঠাৎ করেই ভারপ্রাপ্ত আমীর যুদ্ধাপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবি করেছেন৷ তবে তাঁর বক্তব্য একাত্তরে গণহত্যার জন্য জামাত নয়, দায়ী রাজাকাররা৷ আর এই রাজাকার বাহিনীর নেতৃত্বে ছিল আওয়ামী লীগ এবং মুসলিম লীগ৷ তাঁর দাবি, যুদ্ধাপরাধী না হয়েও জামাতের বিচার চলছে৷

এর আগে জামাতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরও একই দাবি তুলেছিল৷ বিশ্লেষকরা বলছেন, জামাত এখন অস্তিত্ব রক্ষায় সর্বশেষ চেষ্টা হিসেবে মিথ্যাচারে নেমেছে৷ তাই তারা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়