1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইপিএল সম্রাট মোদির বিদায়

২৯ সেপ্টেম্বর ২০১০

শেষরক্ষা হল না ললিত মোদির৷ ভারতীয় প্রিমিয়ার লীগ বা আইপিএল-এর প্রধান হিসেবে তাঁকে বরখাস্ত করে সেই পদে বসানো হল চিরায়ু আমিনকে৷ ছাড়তে হলো আরও কিছু পদ৷

https://p.dw.com/p/PPvh
ললিত মোদিছবি: AP

বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর সংবাদ সম্মেলনে বলেছেন, আই পি এল-এর গভর্নিং পরিষদের চেয়ারম্যান মোদির উত্তরসূরির নাম ঘোষণা করেছেন৷ এই পদে নিয়োগ দেওয়া হয়েছে চিরায়ু আমিনকে৷ একজন সফল ব্যবসায়ী এবং ক্রিকেট প্রশাসক হিসেবে চিরায়ু আমিনের সুনাম রয়েছে – যা মোদির বিতর্কিত ভাবমূর্তির সম্পূর্ণ বিপরীত৷

শশাঙ্ক মনোহর বলেন, মোদির বিরুদ্ধে দুর্নীতি, রাজস্ব ফাঁকি, এবং ঘুস গ্রহণের অভিযোগের তদন্ত অব্যাহত থাকবে৷ বিসিসিআই-এর ৫ জন ভাইস প্রেসিডেন্টের একজন ছিলেন মোদি৷ সেই গদিও হারাতে হচ্ছে তাঁকে৷ তাঁর জায়গায় আসছেন রাজীব শুক্লা৷ ভারতের ক্ষমতাসীন দলের রাজনীতিক শুক্লা৷ বর্তমানে তিনি বিসিসিআই মিডিয়া কমিটির প্রধান৷ মোদির ডানা আরও কাটা হচ্ছে৷ ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার যৌথ উদ্যোগের ক্লাব টুর্নামেন্ট টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগ'এর চেয়ারম্যানের ভূমিকা থেকেও প্রত্যাহার করে নেওয়া হয়েছে মোদিকে৷

মোদির সমস্যা শুরু হয় চলতি বছরের এপ্রিলে৷ আইপিএল-এর নতুন ক্লাবগুলোর মালিকানা সম্পর্কে মোদি যখন সামাজিক নেটওয়ার্কিং যোগাযোগ টুইটারে কিছু চাঞ্চল্যকর দাবি করে বসেন, সমস্যার শুরু সেখান থেকেই৷ একটি ক্লাবের মালিকানার প্রশ্নে তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুরের বান্ধবী এবং বর্তমান স্ত্রীর সিংহভাগ শেয়ার থাকার কথা উল্লেখ কর হয়৷ এই ঘটনায় শশী থারুর বেশ বিব্রত হন৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠে ব্যক্তিগত স্বার্থ নিশ্চিত করতে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন৷ এবং এরপরেই বিরোধী দলের চাপের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন৷ সরকার আইপিএল নিয়ে তদন্ত শুরু করে৷ আর তাতেই মোদির বিরুদ্ধে অনেক অভিযোগ উঠে আসে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন