অ্যাসপিরিনের জুড়ি নেই | পাঠক ভাবনা | DW | 13.12.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অ্যাসপিরিনের জুড়ি নেই

আমার সালাম নেবেন৷ আশাকরি বাংলা বিভাগের সবাই ভালোই আছেন৷ আমরাও ক্লাবের সকল সদস্য ভালো আছি৷ ১০ তারিখের ওয়েবসাইট ভিজিট করতে করতে দেখলাম যে,

ক্যান্সার সম্পর্কে একটি প্রতিবেদন, পড়ে বুঝতে পারলাম ক্যান্সার রোধে অ্যাসপিরিন সেবন করলে ক্যান্সার দাবিয়ে রাখা যায়৷স্বল্প ক্যানসার রোধে অ্যাসপিরিনের জুড়ি নেই৷ ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একদল বিজ্ঞানীরা গবেষণা করে জানেয়েছেন যে, অ্যাসপিরিন পাকস্থলীতে রক্তক্ষরণ অনেকাংশে কমিয়ে দেয়৷ ধন্যবাদ সবাইকে৷ শুভেচ্ছান্তে, এমএ রশিদ চৌধুরী, ব্লুস্কাই রেডিও লিসনার্স ক্লাব, চৌধুরী পাড়া, আজম পুর, কুষ্টিয়া৷

পরীক্ষা আর ক্লাসের ব্যস্ততার জন্য অনেক দিন যাবৎ চিঠি লেখার সুযোগ হয়নি৷ কিন্তু অনুষ্ঠান শুনতে ভুল করিনা৷ এখন আপনাদের প্রচারিত অনুষ্ঠানের মান পূর্বের তুলনায় অনেক ভাল৷ ডয়চে ভেলের মাধ্যমে জার্মানির সংস্কৃতি, সমাজদর্শন সম্পর্কে জানতে পারছি খুব ভাল লাগছে এবং জ্ঞান বৃদ্ধি পাচ্ছে৷ মোঃ হাবিবুল্লাহ ,জংগলদী , শেরপুর৷

নরসিংদীর ট্রেন দুর্ঘটনার খবর শুনে এবং ডয়চেভেলের ওয়েবসাইটে দেখে সত্যি আমি আবাক হয়ে গেছি৷ এটা কি করে সম্ভব? দ্রুতগামী দুইটি ট্রেন একই সময়ে একই লাইনে এল কি করে? দেশ যাচ্ছে ডিজিটালের দিকে রেল যাচ্ছে পিছনে৷ দুর্ঘটনায় নিহতদের জন্য রইল আমাদের সমবেদনা৷ আমরা চাই আমাদের দেশে যেন আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে৷

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় পণ্য রপ্তানিমুখী শিল্প হচ্ছে পোশাক শিল্প৷ অথচ লক্ষ্য করা যাচ্ছে যে, কয়েকদিন পর পর এই শিল্পের মালিক পক্ষ এবং এই শিল্পে নিয়োজিত শ্রমিকদের মধ্যে রেষা-রেষি চলছে৷ কিন্তু কেন এই রেষা-রেষি? মলিকরাই বা শ্রমিকদের ন্যায্য মজুর দিচ্ছে না কেন? অন্যদিকে এই শিল্পের সাথে জড়িত শ্রমিকরাই বা ন্যায্য মজুরি দিচ্ছে না কেন? আর কেনই বা বার বার এই রেষা-রেষি? মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

এমন একটা দিন নাই, এমন কটা রাত নাই, ডয়েচে ভেলেকে নিয়ে ভাবেনি আমার এই মন৷ তুমি আমার সারাটি ভুবন৷ হাজার বেতারের ভিড়ে আমি তোমায় খুঁজে নিয়েছি, চিরকালের তরে মনটা তোমায় দিয়ে দিয়েছি৷ মোঃসিরাজুল ইসলাম, ডে নাইট ডয়চে ভেলে বেতার শ্রোতাক্লাব,কাশীপুর মনিরের ভিটা,ফুলবাড়ি কুড়িগ্রাম৷

১০ তারিখ সকালে নীল তিমির খাদ্য এবং আইলাকে নিয়ে আলোচনাটি ভালো লেগেছে, ধন্যবাদ৷ মোঃ মোস্তাফিজুর রহমান, গোয়ালু ডি-এক্স রেডিও ক্লাব, রংপুর৷

অ্যাসপিরিন নিয়ে তথ্যপূর্ণ আলোচনাটি বেশ লাগলো৷ বিধান সান্যাল, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

আমরা নিয়মিত ডয়চে ভেলের ওয়েবসাইটের পাঠক৷ ওয়েবসাইটের সমাজ জীবন পাতায় ড.শুভ রায়ের কৃত্রিম কিডনি তৈরির কথা জানলাম এবং তাঁর বিব্রতকর কথাও পড়লাম৷ চিকিৎসা বিজ্ঞানী প্রথম কৃত্রিম কিডনি আবিষ্কারক৷তিনি বাংলাদেশের গৌরব এবং বাংলাদেশের নাগরিক৷ তাঁকে ভারতীয় গণমাধ্যমে ভারতীয় বংশোদ্ভূত প্রচার করায় তিনি যেমন বিব্রত আমরাও তেমনি বিব্রত৷ আশাকরি এই প্রচার মাধ্যমগুলো তাদের এই ভুল সংশোধন করবে৷ বিধান চন্দ্র টিকাদার, জলিরপাড়, গোপালগঞ্জ৷

প্রিয় ডয়চে ভেলে, আমি প্রতিদিন ডয়চে ভেলের অনুষ্ঠান খুব আগ্রহ নিয়ে শুনে থাকি৷ আমাদের ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নারীদের বিশেষ ভূমিকা রয়েছে৷ জার্মান নারীদের যদি সেরকম কোন ভূমিকা থেকে থাকে তাহলে মোনালিসা পর্বে সে সম্পর্কে জানালে ভালো হয়৷ চৈতালী ব্যানার্জী, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ৷

আমার কাছে বিজ্ঞান ডটকম, ইনবক্স ও অন্যান্য পরিবেশনা খুব ভালো লাগে, অনেক তথ্য জানতে পারি৷ সিয়াবুজ্জামান চঞ্চল, বাংলাদেশ৷