1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সর্বোচ্চ বেসামরিক সম্মাননা

৩০ মে ২০১২

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সংগীত শিল্পী বব ডিলান সহ মোট ১৩ জনকে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ সম্মাননা প্রদান করলেন৷ প্রথম মার্কিন নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডলিন অলব্রাইট’ও তাঁদের মধ্যে রয়েছেন৷

https://p.dw.com/p/154Kt
ছবি: Reuters

অতীতে রাজসভায় শিল্পী, গায়ক, নাট্যকারদের মতো সংস্কৃতি জগতের মান্যগণ্য মানুষদের সম্মান জানানো হতো৷ সরাসরি রাজকীয় পৃষ্ঠপোষকতারও অনেক উদাহরণ রয়েছে৷ রাজারাজড়াদের সেই ক্ষমতা আর প্রায় নেই বললেই চলে৷ কিন্তু গণতান্ত্রিক কাঠামোর মধ্যেও গুণীজনদের ভুলে যাওয়া হয় নি৷ বিভিন্ন দেশে তাদের সম্মান জানানোর রীতি চালু আছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রও তার ব্যতিক্রম নয়৷

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার সংগীত শিল্পী বব ডিলান, লেখক টোনি মরিসন সহ সংস্কৃতি জগতের মোট ১৩ জন উজ্জ্বল ব্যক্তিদের দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান করলেন৷ ওবামা বলেন, সমাজের উপর তাঁরা যে প্রভাব বিস্তার করেছেন, তা অসাধারণ৷ তাঁর ভাষায়, ‘‘এই সব ব্যক্তিত্ব আমাদের জীবনকে সমৃদ্ধ করেছেন, আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছেন৷''

সম্মানিত ১৩ জনের তালিকায় আরও আছেন প্রাক্তন মহাকাশচারী ও সংসদ সদস্য জন গ্লেন, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডলিন অলব্রাইট, ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেস প্রমুখ৷ পেরেস অবশ্য হোয়াইট হাউস'এর অনুষ্ঠানে যোগ দিতে পারেন নি৷ আলাদা একটি অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে৷ অলব্রাইট প্রথম নারী, যিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন৷

Bob Dylan Geburtstag
সংগীত শিল্পী বব ডিলানছবি: AP

১৩ জনের মধ্যে দুই ব্যক্তি জীবিত নেই৷ মরণোত্তর পুরস্কার দিয়ে তাঁদের প্রতি সম্মান জানানো হয়েছে৷ জুলিয়েট গর্ডন লো গার্লস স্কাউট'এর প্রতিষ্ঠাতা, যা গত ১০০ বছরে ৫ কোটিও বেশি সদস্যের কারণে গোটা বিশ্বে মেয়েদের সবচেয়ে বড় শিক্ষা সংগঠন হিসেবে পরিচিত৷ ১৯২৭ সালে লো'র মৃত্যু হয়৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের বিরুদ্ধে পোল্যান্ডের গোপন প্রতিরোধ বাহিনীর অফিসার ছিলেন ইয়ান কারস্কি৷ যুদ্ধের পর যারা প্রথম নাৎসিদের ভয়াবহ কীর্তির কথা বিশ্বের কাছে তুলে ধরেন, তিনি তাঁদের অন্যতম৷ ২০০০ সালে তাঁর মৃত্যু হয়৷

অ্যামেরিকার ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম' নামের এই সম্মাননা কারা পাবেন, তা স্থির করেন খোদ মার্কিন প্রেসিডেন্ট৷ সেখানে অন্য কারো কিছু বলার নেই৷ মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ, বিশ্ব শান্তি বা অন্য কোনো উল্লেখযোগ্য ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন (রয়টার্স, এপি)

সম্পাদনা: দেবারতি গুহ