1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উষ্ণায়ন

২৪ ডিসেম্বর ২০১২

বরফ গলছে, আর বাড়ছে সমুদ্রের উচ্চতা৷ উষ্ণায়নের ফলে দক্ষিণ মেরুর পশ্চিমাঞ্চলের বিশাল বরফ খন্ড গলে পড়ছে আর সেটি ঘটছে খুব দ্রুত গতিতে, জানিয়েছেন বিজ্ঞানীরা৷

https://p.dw.com/p/178UN
***Achtung: Nur zur mit International Polar Foundation abgesprochenen Berichterstattung verwenden!*** Kaiserpinguine Emperor penguins gliding on the ice. This penguin colony of about 1000 individuals is situated at about 50km from the Derwael Ice Rise, focus of scientific project, based at Princess Elisabeth Antarctica during November-December 2012. Ein internationales Forschungsteam von der belgischen Antarktisstation Princess Elisabeth Antarctica, unterstützt von der International Polar Foundation, untersucht im Rahmen der Projekte IceCon und Be:Wise die antarktische Eiskappe. Sie wollen herausfinden, wie schnell der Eisschild in der Region: Dronning Maud Land an Eis verliert (sowohl in der Vergangenheit als auch heute). Außerdem wollen sie herausfinden, welche Faktoren die Geschwindigkeit des Eisflusses beinflussen. Für die Feldmessungen muessen sie 254 Kilometer über das Eis fahren. *** eingestellt im Dezember 2012
ছবি: International Polar Foundation

পৃথিবীর দক্ষিণ মেরু যাকে আমরা অ্যান্টার্কটিকা বলে জানি সেখানকার বরফ দ্রুত গলে যাচ্ছে, নতুন করে এই খবরটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির গবেষকরা৷ এক বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, যা ধারণা করা হয়েছিলো তার চেয়েও প্রায় দ্বিগুণ গতিতে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফ গলে পড়ছে৷ তাঁরা জানিয়েছেন, ১৯৫০ থেকে এখন পর্যন্ত অ্যান্টার্কটিকার তাপমাত্রা বেড়ে গেছে ২.৪ ডিগ্রি সেলসিয়াস৷ জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের সাধারণ যে রূপান্তর ঘটে থাকে, এটি তার চেয়েও প্রায় তিনগুণ বেশি দ্রুত গতিতে ঘটছে৷

বিজ্ঞানীরা জানিয়েছেন, পশ্চিম অ্যান্টার্কটিকাতে যে পরিমাণ বরফ রয়েছে তার সব যদি গলে যায় তাহলে বিশ্বের সমুদ্রের পানির উচ্চতা ১১ ফুট বেড়ে যাবে৷ বিজ্ঞানীদের আশঙ্কা যে ওই অঞ্চলে তাপমাত্রা দ্রুত গতিতে বাড়তে থাকায় বরফ গলে যাচ্ছে ধারণার চেয়ে বেশি দ্রুত গতিতে৷ এর ফলে বাংলাদেশ, ট্যুভ্যালুর মত দেশগুলো ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে৷ এমনকি লন্ডন এবং বুয়েনস আয়ার্স এর মত সমুদ্র তীরবর্তী শহরগুলোও বিপদের মধ্যে পড়বে৷ বিজ্ঞানীরা জানিয়েছে, গত এক শতাব্দীতে সমুদ্রের পানির উচ্চতা ২০ সেন্টিমিটার বা প্রায় আট ইঞ্চি বেড়ে গিয়েছে৷ জাতিসংঘের জলবায়ু বিশেষজ্ঞের প্যানেল ধারণা করছে, চলতি শতাব্দীতে ১৮ থেকে ৫৯ সেন্টিমিটার বা সাত থেকে ২৪ ইঞ্চি পর্যন্ত বাড়বে সমুদ্রের পানির উচ্চতা৷ এর সঙ্গে যদি যোগ হয় আর্কটিকের বরফ তাহলে তো কথাই নেই৷

Arctic Ocean ice at the height of the summer melt. Sept. 9 2009.
উত্তর মেরু আর্কটিকেরও বরফ গলে যাচ্ছেছবি: picture alliance/Everett Collection

বিশ্ব উষ্ণায়নের এই ধাক্কা যে কেবল দক্ষিণ মেরুতে লাগছে তা নয়৷ গত কয়েক বছরে উত্তর মেরু আর্কটিকের র বরফও কমে আসছে৷ অন্যদিকে দক্ষিণ মেরু অ্যান্টার্কটিকার বেশ কয়েকটি বরফের চাঁই ভেঙে পড়েছে৷ আর এগুলো ভেঙে পড়ার অর্থ হচ্ছে বরফ গলে যাচ্ছে৷ বিশ্ব উষ্ণায়ন উত্তর-দক্ষিণ দুই দিক থেকেই বিপদ ডেকে নিয়ে আসছে গোটা বিশ্বের জন্য৷

আরআই/জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য