1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অসময়ে বরফ গলায় জার্মানিতে বন্যা

১১ জানুয়ারি ২০১১

অসময়ের বরফ গলা পানিতে ফুলে ফেঁপে উঠেছে জার্মানির নদ-নদী৷ শুরু হয়েছে বন্যা৷ এরই মধ্যে মারা গেছেন দু’জন৷ আশংকা করা হচ্ছে, আরও কিছুদিন জার্মানির বেশ কিছু জায়গা নদীর পানিতে প্লাবিত হবে৷

https://p.dw.com/p/zw26
বন্যা, জার্মানি, নদী, বরফ, রাইন, পূর্বাঞ্চল, ওয়েস্টফেলিয়া, প্রতিরোধ
বরফ গলে গিয়ে উপচিয়ে যাচ্ছে নদীছবি: AP

জার্মানিতে প্রতি বছর বন্যা দেখা দিলেও এবার যেন তা শুরু হয়েছে একটু আগেই৷ সাধারণত শীতকালের শেষে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বরফ গলা শুরু হয়৷ কিন্তু এবার সময়ের আগেই গত সপ্তাহ থেকে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা৷ গলতে শুরু করেছে বরফ৷ আর বরফ গলা পানিতে বেড়ে গেছে জার্মানির বিভিন্ন নদ-নদীর পানি৷ ইতোমধ্যে বেশ কিছু জায়গায় বন্যা দেখা দিয়েছে৷ আরও কিছু নদীর পাড় উপচিয়ে পানি যেন লোকালয়ে ঢুকে পড়ার অপেক্ষায় রয়েছে৷ বলা হচ্ছে, বন্যায় সবচেয়ে হুমকির মধ্যে রয়েছে পশ্চিম জার্মানির রাইনল্যান্ড-ফালৎস৷ সেখানে বন্যা প্রতিরোধের আগাম প্রস্তুতি হিসেবে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ জার্মানির পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গাতেও নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে৷ ফলে এসব অঞ্চলেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে৷

উত্তর রাইন-ওয়েস্টফালিয়া থেকে হেসে'র উত্তর-পশ্চিমাঞ্চলের পর রাইন এবং মোজেল নদীর মোহনা কোবলেঞ্জ শহরে বন্যা দেখা দিয়েছে৷ শহর কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানকার পানি এখনও বেড়ে চলেছে৷ রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ার কারণে স্থানীয় লোকজন চলাচলের সমস্যার মুখোমুখি হচ্ছে৷ তবে উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, বন্যা প্রতিরোধে তারা কাজ করে যাচ্ছে৷

কোবলেঞ্জ এবং ট্রিয়ারের মধ্যে অবস্থিত ত্রিশটি এলাকা, বিশেষ করে মোজেল নদীর উজানে প্রায় ১৩০ কিলোমিটার এলাকা বন্যায় কবলিত হয়েছে৷ এ সপ্তাহের শুরুতে মোজেল নদী সংলগ্ন কখেম এবং সেল'সহ বেশ কিছু শহরে কয়েক মিটার পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে৷ তবে কর্তৃপক্ষ বলছে, এসব জায়গায় পানি সোমবার থেকে নামতে শুরু করেছে৷ কোলোনের বেশ কিছু জায়গা ইতোমধ্যে বন্যায় প্লাবিত হয়েছে৷ কিছু কিছু জায়গায় ৮ দশমিক ১৯ মিটার পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে৷

মধ্য জার্মানির থুরিংগিয়ায় বন্যার কারণে কয়েকটি সেতু দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে৷ পূর্ব জার্মানির স্যাকসনি-আনহাল্টের নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করতে যাচ্ছে৷ উত্তর-রাইন ওয়েস্টফালিয়া ভুপারটাল শহরে রেল যোগাযোগে যাত্রীদের দুর্গতি পোহাতে হচ্ছে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী