1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্ধেক সম্পদ দান করবেন মার্কিন বিলিওনিয়াররা

৫ আগস্ট ২০১০

যুক্তরাষ্ট্রের অন্তত ৩০ জন বিলিওনিয়ার অঙ্গীকার করেছেন, নিজেদের সম্পদের ৫০ শতাংশ দান করে যাবেন৷ বিল গেটস এবং ওয়ারেন বাফেটের আহ্বানে বিলিওনিয়ররা এই প্রতিশ্রুতি দিলেন৷

https://p.dw.com/p/OcFP
Bill Gates und seine Frau Melinda
এইডস বিরোধী তহবিল গড়ে তুলতে কাজ করছেন বিল গেটস ও স্ত্রী মেলিন্ডাছবি: picture-alliance/ dpa

বিল গেটসের সম্পদের পরিমাণ ৫৩ বিলিয়ন ডলার৷ যা অর্ধেক করলে দাঁড়ায় কম করে হলেও ২৬ বিলিয়ন ডলার৷ আর এই অর্থবছরে বাংলাদেশের বাজেট হচ্ছে ১৮ বিলিয়ন ডলারের৷ অর্থাৎ শুধু বিল গেটসের অর্ধেক সম্পদ দিয়েই বাংলাদেশের ১৪ কোটি মানুষের পুরো বছরের অর্থ সংস্থান হওয়ার পরও বেশ কিছু অর্থ বেঁচে যায়৷ আর এই পরিমাণ অর্থই দান করার ঘোষণা দিলেন বিল গেটস৷

শুধু বিল গেটসের কথাই কেন বলবো, যুক্তরাষ্ট্রের আরো অন্তত ৩০ জন বিলিওনেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁদের অর্ধেক সম্পদ জনগণের সেবায় দান করে যাবেন৷ বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী গেটসের সঙ্গে এই দলে আছেন ওয়ারেন বাফেটও৷ বর্তমানে বাফেটের সম্পদের পরিমাণ ৪৭ বিলিয়ন ডলার৷ উদ্যোগটা আসলে তাঁদের দুজনেরই৷ বিশ্বের বিভিন্ন সংস্থায় মাইক্রোসফটের কর্ণধার গেটসের দান বহু৷ নিজে যা করছেন, এখন অন্যদেরও তা করতে উৎসাহিত করবেন, তা স্বাভাবিকই৷ আর এই কাজে কারো সঙ্গ পেলে তো উদ্যম আরো বাড়ে৷ আর সেই সঙ্গই দিয়েছেন বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী বাফেট৷ দুজনে মিলে একটি ওয়েবসাইট খুলেছেন, নাম দিয়েছেন, ‘দি গিভিং প্লেজ'৷ তাতে আহ্বান জানিয়েছেন সবার প্রতি, আসুন আর্ত-পীড়িতদের জন্য দান করুন৷

WDR Am Ende der Welt
যুক্তরাষ্ট্রে বিলিওনিয়ারের সংখ্যা ৪০২ জন, যাদের রয়েছে এমন বাড়িছবি: WDR/Gabriele Mühlenbrock

ফোর্বস ম্যাগাজিনের হিসেবে, যুক্তরাষ্ট্রে বিলিওনিয়ারের সংখ্যা ৪০২ জন৷ তাই গেটস আর বাফেটের আহ্বানে সাড়াও মিলছে বেশ৷ ইতোমধ্যে ৩০ বিলিওনিয়ার নাম লিখিয়েছেন তালিকায়৷ তাদের মধ্যে রয়েছেন নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ, টেড টার্নার, ডেভিড রকেফেলারের মতো ধনীরা৷ সবাই এক বাক্যে বলেছেন, নিজেদর অর্ধেক সম্পদ দান করে যাবেন৷ বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিটি মেক্সিকোর কার্লোস স্লিমের নামটি অবশ্য এর মধ্যে নেই৷ গেটস আর বাফেট দুজনেই যুক্তরাষ্ট্রের, আর তাঁরা আহ্বান রেখেছিলেন শুধু স্বদেশী ধনীদের কাছেই৷ তাই হয়তো মোটা অঙ্কের অর্থের মালিক স্লিম এতে নাম লেখাননি৷

অ্যামেরিকার ধনীদের প্রতিশ্রুতি হলো, তাঁদের দেয়া অর্থ দান করা হবে যাঁর যাঁর মৃত্যুর পর৷ এর মানে হলো, ততদিনে তাঁদের সম্পদের পরিমাণ নিশ্চয়ই বাড়বে৷ ফলে দানের অর্থের পরিমাণও বেড়ে যাবে৷ আর ধনীদের কাছ থেকে এই প্রতিশ্রুতি আদায় করতে কিছুটা খরচাও গেছে বিল গেটস আর তাঁর স্ত্রী মেলিন্ডা গেটসের৷ গত কয়েক বছরে এই জন্যই কয়েকটি পার্টি দিতে হয়েছে তাঁদের৷ আর এই রকম এক পার্টিতে গিয়ে বাফেট প্রতিশ্রুতি দিয়ে বসেন, তিনি তাঁর ৯৯ ভাগ সম্পদই বিল আর মেলিন্ডা ফাউন্ডেশনে দিয়ে যাবেন৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক