1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্র্যাঙ্কুইলাইজার দিয়ে শিম্পাঞ্জি ধরা

১৫ এপ্রিল ২০১৬

এই ‘চাচা' হলো একটি শিম্পাঞ্জি৷ জাপানের এক চিড়িয়াখানা থেকে সে পালিয়ে বিদ্যুৎ সরবরাহ লাইনে উঠে পড়েছিল৷ সেখান থেকে তাকে ট্র্যাঙ্কুইলাইজার দিয়ে নামাতে হয়েছে৷

https://p.dw.com/p/1IWTu
চিড়িয়াখানায় শিম্পাঞ্জি
ছবি: Colourbox

দেশটির সরকারি টেলিভিশনে শিম্পাঞ্জিকে ধরার ঘটনাটি সরাসরি প্রচার করা হয়৷ তাতে দেখা যায়, ট্র্যাঙ্কুইলাইজার দেয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে শিম্পাঞ্জিটি চিড়িয়াখানার এক কর্মীর দিকে তেড়ে যাচ্ছে৷ সেটা করতে গিয়ে পড়ে যাবার উপক্রম হয়েছিল৷ কিন্তু কোনোরকমে একটি তার ধরে শিম্পাঞ্জিটি রক্ষা পায়৷ অবশ্য এর কিছুক্ষণ পরই সে নীচে পড়ে গেলে উদ্ধারকর্মীরা তাকে ধরে ফেলেন৷ ফলে সে প্রাণে বেঁচে যায়৷

'Monkey business' in Japan

অবশ্য চাচার মতো সৌভাগ্যবান ছিল না একটি জেব্রা৷ গতমাসে সেও জাপানের একটি চিড়িয়াখানা থেকে পালিয়ে গিয়েছিল৷ এরপর তাকে ট্র্যাঙ্কুইলাইজার দেয়া হলেও সে একটি জলাধারে পড়ে গিয়ে প্রাণ হারায়৷

জেডএইচ/এসিবি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য