1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রানা প্লাজা

৪ জুন ২০১৫

রানা প্লাজা ধসের মামলায় ৪২ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ৷ এ খবরে অনেকেই সন্তুষ্ট৷ তবে এরপরেও সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম টুইটারে রয়েছে ভিন্ন ভিন্ন নানা মত৷

https://p.dw.com/p/1Fbf7
Bangladesch Textilfabrik Jahrestag Rana
ছবি: DW/M. Mamun

গত সোমবার রানা প্লাজা ধসের দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ৷ একটি মামলায় রানা প্লাজা ভবন মালিক সোহেল রানাসহ ৪২ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে, অন্যটিতে ভবন নির্মাণে ‘বিল্ডিং কোড' না মানায় ১৮ জনকে অভিযুক্ত করা হয়৷ অনেকেই টুইট করেছেন এই খবর৷ দু-একটিতে অভিযুক্তের সংখ্যা নিয়ে বিভ্রান্তি লক্ষ্য করা গেছে৷

২০১৩ সালের ২৪শে এপ্রিল রানা প্লাজা ধসে পড়ায় ১১শ'রও বেশি পোশাক শ্রমিক মারা যায়৷ দীর্ঘ প্রতীক্ষার পর অভিযুক্তদের বিরুদ্ধে সিআইডি অভিযোগপত্র দাখিল করায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন৷ টুইটারে একজন স্বস্তির নিঃশ্বাস ফেলার ভঙ্গিতেই লিখেছেন, ‘অবশেষে!'

একজন মনে করেন, অভিযোগপত্র দাখিল করায় অবশেষে সুবিচারের একটা সুযোগ তৈরি হলো৷

তবে সবাই ব্যাপারটিকে এভাবে দেখছেন না৷ ট্যান্সি ই হসকিন্স নামের একজন লিখেছেন, ‘‘আমার মতে সারা বিশ্বের যেসব প্রতিষ্ঠান কারখানাগুলোয় এমন ভয়াবহ পরিবেশের জন্য দায়ী তাদেরও বিচারের আওতায় আনলেই কেবল রানা প্লাজা দুর্ঘটনার শিকারদের প্রতি সুবিচার করা হবে৷ ''

রানা প্লাজা ধসের কারণে মারা যাওয়া এবং অন্যান্য ক্ষতিগ্রস্থদের কথা স্মরণ করে একজন লিখেছেন, ‘‘রানা প্লাজার ক্ষতিগ্রস্থদের এই বিশ্বের ভুলে যাওয়া উচিত নয়৷''

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য