‘অন্বেষণ' ভালো লেগেছে | পাঠক ভাবনা | DW | 11.12.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘অন্বেষণ' ভালো লেগেছে

গত ৭ তারিখের অন্বেষণ পর্বটি প্রথম থেকে শুরু পর্যন্ত দেখেছেন বন্ধু বিধান চন্দ্র টিকাদার৷ জার্মানির ইলেক্ট্রিক গাড়ি, ঘড়ি তৈরি, মিলেনিয়াম প্রকল্পে কৃষকদের কাহিনী, খাদ্য শিল্প সবই আকর্ষণীয় ছিলো বলে জানিয়েছেন তিনি৷

বিধান চন্দ্র টিকাদার এই পর্বটি তার পরিবারের সবাইকে সাথে নিয়ে দেখেছেন – একথাও রয়েছে ই-মেলে৷

সাম্প্রতিক সময়ের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের খবর বেশ ভালভাবে ডয়চে ভেলের ওয়েবসাইটে স্থান পাচ্ছে৷ তাই অনেক কিছু জানা যাচ্ছে এবং বেশ নির্ভরশীল হয়ে পড়ছেন ডয়চে ভেলের ওপর – একথা লিখেছেন বন্ধু সোহেল রানা৷ তবে বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতিতে জার্মান সরকারের কোনো পদক্ষেপ দেখছেন না বলে লিখেছেন তিনি৷ তাঁর প্রশ্ন, যেখানে জাতিসংঘের সদস্যরা, ইইউ এর সদস্যরা আসছেন, সেখানে জার্মান সরকার কেন এ ব্যাপারে নিরব? আশা করছি তাঁরাও আমাদের দেশকে নিয়ে ভাববেন৷

তিনি আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তাঁর মতে অন্বেষণ এর সাপ্তাহিক কুইজ বেশ জনপ্রিয় হয়ে উঠছে, প্রতি সপ্তাহে তিনি অংশ নিচ্ছেন এবং নতুন নতুন বন্ধুদের অংশ নিতে বলছেন ঢাকার বন্ধু সোহেল রানা হৃদয়৷

– লেখার জন্য দু'জনকে ধন্যবাদ৷ অন্য বন্ধুরাও লিখেবেন, কেমন?

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন