অন্বেষণ কুইজের গত সপ্তাহের ফলাফল | পাঠক ভাবনা | DW | 06.01.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অন্বেষণ কুইজের গত সপ্তাহের ফলাফল

অন্বেষণ কুইজের এবারের প্রশ্ন ছিল: উন্নয়নশীল বিশ্বে টয়লেটের অভাব সমস্যার সমাধানে জার্মানির এক বিজ্ঞানী একটি কমোড উদ্ভাবন করেছেন৷ সেই বিজ্ঞানীর নাম কি?

সঠিক উত্তর ‘রাল্ফ অটারপোল' দিয়েছেন মোট ৮৪৪জন৷ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷

বন্ধু আবদুল্লাহ আল মাসুদ আপনাকে অভিনন্দন৷ দয়া করে আপনার বিস্তারিত ঠিকানা, টেলিফোন নম্বর এবং ই-মেল অ্যাড্রেস ডয়চে ভেলের বাংলার ফেসবুক পেজের মেসেজ বক্সে পাঠিয়ে দিন৷ এছাড়া, যাঁরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷

বন্ধুদের সবার কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ এবং ওয়েবসাইটের কথা৷

আমাদের অন্বেষণ কুইজ নিয়মিত আয়োজন করা হবে৷ প্রতি শুক্রবার কুইজের প্রশ্ন ফেসবুকে প্রকাশ করা হবে এবং তা চলবে রবিবার পর্যন্ত৷ আর সোমবার আমাদের ফেসবুকে এবং ওয়েবসাইটের ‘পাঠক ভাবনা' পাতায় প্রকাশ করা হবে বিজয়ী বন্ধুর নাম৷

উল্লেখ্য, অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় #অন্বেষণ আর ইংরেজিতে #onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷

যে কথা না বললেই নয় – ধন্যবাদ ফেসবুক বন্ধুদের! আমাদের যখন রেডিও অনুষ্ঠান ছিল তখন আপনারা আমাদের সহযোগিতা করেছেন৷ আর এখন ফেসবুকেও আপনারা একইভাবে মন্তব্য করছেন, লাইক করছেন৷ বন্ধুরা, আপনাদের আন্তরিকতায় আমরা গর্বিত৷ আগামী বছরগুলোতে এভাবেই ডিডাব্লিউ-এর সঙ্গে থাকবেন, কেমন?

আবারো ধন্যবাদ সকলকে৷ ডয়চে ভেলের সকল বন্ধুদের জন্য রইলো শুভেচ্ছা৷

ডয়চে ভেলে বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন