অন্বেষণ কুইজের আটশোর বেশি উত্তর | পাঠক ভাবনা | DW | 25.11.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অন্বেষণ কুইজের আটশোর বেশি উত্তর

সপ্তাহান্তে একুশে টেলিভিশনে প্রচার হয় অন্বেষণ অনুষ্ঠান৷ ডয়চে ভেলের ওয়েবসাইটেও বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ সম্পর্কিত এই অনুষ্ঠানটি দেখা যায়৷ এই অন্বেষণ বিষয়ক কুইজের উত্তর জমা পড়েছে ৮০০-র বেশি৷

অন্বেষণ অনুষ্ঠানে প্রচারিত একটি প্রতিবেদনের বিষয়বস্তু নিয়ে কুইজের প্রশ্ন নির্ধারণ করা হয়৷ পুরস্কার আইপড৷ প্রশ্ন ছিল: ফিলিপাইন্সের একটি অঞ্চলে প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে৷ বলুন তো সেই অঞ্চলের নাম কী? গত শুক্রবার ডয়চে ভেলের ফেসবুক পাতায় এটি প্রকাশের পর ব্যাপক সাড়া জাগে৷ মাত্র তিন দিনে কুইজের উত্তর জমা পড়ে ৮০০-র বেশি৷ মজার বিষয় হচ্ছে, এর মধ্যে অধিকাংশ উত্তরই সঠিক, ‘কালাতাগান'৷

অন্বেষণ কুইজের এই পর্বের বিজয়ী হচ্ছেন রাজু আহমেদ৷ যথাসময়ে তাঁর ঠিকানায় আইপড পৌঁছে দেওয়া হবে৷

প্রসঙ্গত, ডয়চে ভেলের অন্বেষণ কুইজ এখন থেকে নিয়মিত আয়োজন করা হবে৷ প্রতি শুক্রবার কুইজের প্রশ্ন ফেসবুকে প্রকাশ করা হবে৷ উত্তরও দিতে হবে সেখানেই৷ তবে অন্বেষণ অনুষ্ঠানে প্রচারিত একটি প্রতিবেদনের ভিত্তিতে প্রশ্ন করা হবে৷ আর রবিবার পর্যন্ত পাওয়া সঠিক উত্তরগুলোর মধ্য থেকে একজন চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে৷

এদিকে, অন্বেষণ অনুষ্ঠান নিয়েও সপ্তাহান্তে ফেসবুকে মন্তব্য করেছেন অনেকে৷ এসএমএ হান্নান লিখেছেন, ‘‘অন্বেষণ দেখলাম৷ জলবায়ুর কুপ্রভাব ৫ কোটি বছর আগের কিট জীবাশ্ম এটা খুব আর্শ্চায্য তথ্য৷ সোলার মডেউল রিসাইক্লিং পরিবেশ সুরক্ষার অন্যতম চাবিকাঠি৷ জেলেদের মাছ ধরার চিত্রগুলি দেখে ভালো লাগল৷ হাজার প্রজাতির মাছ আছে জীবনের প্রথম জানলাম৷ উপকূলীয় শহর কালাতাগান মাছ সংরক্ষণ৷ এই কালাতাগান-ই অন্বেষণ কুইজের উত্তর৷''

আরেক দর্শক শাহিনুর আলম লিখেছেন, ‘‘থ্রিজি ব্যবহার করে সহজে ইউটিউব থেকে আপনাদের ভিডিও দেখে নেওয়া যায়৷ তাছাড়া অনলাইন টিভি ও দেখি সহজে৷'' ডয়চে ভেলের ইউটিউব চ্যানেলের লিংক পেতে ক্লিক করুন এখানে

উল্লেখ্য, অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় #অন্বেষণ কিংবা ইংরেজিতে #Onneshon হ্যাশট্যাগ ব্যবহার করে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷

- ডয়চে ভেলে বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন