1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্তর্বর্তী সরকারের রূপরেখা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১১ সেপ্টেম্বর ২০১৩

কূটনৈতিক তত্‍পরতার কারণে বিএনপি অন্তর্বর্তী সরকারের রূপরেখা প্রকাশের ঘোষণা নিয়েছে৷ আওয়ামী লীগ তাকে স্বাগত জানিয়ে সংসদ বা সংসদের বাইরে আলোচনার কথা বলেছে৷ তবে বিশ্লেষকরা আশাবাদী হতে পারছেন না৷

https://p.dw.com/p/19fXb
Bangladesh Nationalist Party (BNP) Chairperson Begum Khaleda Zia speaks during a rally before a mass procession in front of their party office in Dhaka January 30, 2012. The main opposition Bangladesh Nationalist Party, BNP and its alliance rescheduled its mass procession demanding the restoration of the caretaker government system, after police banned rallies and processions in the capital and four other cities on Saturday amid fears of violent clashes between the rival parties, local media reported. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS)
ছবি: Reuters

দুই নেত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের টেলিফোন আলাপের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির চিঠি দেশের প্রধান দুই রাজনৈতিক দলকে সংলাপের জন্য চাপে ফেলেছে৷ আর ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলও রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের কথা বলেছেন৷ সব মিলিয়ে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন

এই পরিস্থিতিতে বিএনপি তার অবস্থানে কিছুটা পরিবর্তন এনেছে৷ এর আগে তারা নির্বাচনকালীন সরকারের কোনো রূপরেখা প্রকাশ করতে রাজি না হলেও এবার হয়েছে৷ সোমবার বিএনপি-র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তাঁরা খুব শিগগিরই নির্বাচনকালীন সরকারের রূপরেখা প্রকাশ করবেন৷ আর মঙ্গলবার তাকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম৷ তিনি ১৪ দলের এক বৈঠক শেষে জানিয়েছেন, বিএনপি চাইলে সংসদে এই রূপরেখা প্রকাশ করতে পারে৷ আর সংসদের বাইরেও তা নিয়ে আলোচনা হতে পারে৷

58903936 Date 10 12 2012 Copyright Imago XINHUA Dhaka DEC 10 2012 XINHUA Acting Secretary General of Bangladesh S Main Opposition Bangladesh Nationalist Party BNP Mirza Islam Alamgir IS Arrested After he what Sued Over incidents of Violence during Sunday S Countrywide Road Blockade in Dhaka Bangladesh DEC 10 2012 XINHUA Bangladesh Dhaka BNP Arrest PUBLICATIONxNOTxINxCHN politics Celebrities Demonstration Protest Arrest premiumd x0x 2012 horizontal
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, শিগগিরই নির্বাচনকালীন সরকারের রূপরেখা প্রকাশ করা হবেছবি: Imago

এই পরিস্থিতিকে সাদা চোখে রাজনীতিতে সুবাতাস মনে করতে পারেন যে কেউ৷ তবে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের প্রধান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহর কথা ভিন্ন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, আন্তর্জাতিক চাপ এবং ভেতরে-বাইরে কূটনৈতিক তত্‍পরতার কারণেই দুই দলই এখন সংলাপের কথা বলছে৷ কিন্তু কেউ কারো অবস্থান থেকে সরে দাঁড়ায়নি৷ তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কথা বললেও তিনি এও বলেছেন, যে নির্বাচন হবে সংবিধানের অধীনে৷ আর মঙ্গলবারও বিএনপির একাধিক নেতা বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কিছু তাদের কাছে গ্রহণযোগ্য নয়৷ তাই তিনি মনে করেন, সংলাপ বা আলোচনা হয়তো হবে, কিন্তু সমাধান আসবেনা৷ বাংলাদেশে অতীতে দুই রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা ঘটা করে সংলাপ করেছেন৷ কিন্তু সফল হয়নি৷ এ পর্যন্ত কোনো রাজনৈতিক সংলাপ সফল হওয়ার নজির নেই বাংলাদেশে৷

তবে অধ্যাপক কলিমুল্লাহ মনে করেন, আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতার কোনো বিকল্প নেই৷ সে জন্য দুই দলকেই ছাড় দিতে হবে৷ শর্তহীন আলোচনায় বসে আলোচনার টেবিল থেকেই যৌক্তিক যে সিদ্ধান্ত আসবে, তা সবাইকে মেনে নিতে হবে৷ তা না হলে সংঘাত অনিবার্য৷ এই সংঘাত শেষ পর্যন্ত এড়ানো যাবে কিনা, তা বলার সময় এখনো আসেনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য