1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনুকরণপ্রিয় শিশু

১৭ নভেম্বর ২০১৭

শিশুদের অতিরিক্ত টিভি না দেখানোর পক্ষেই মত দেন সবাই৷ অনেকে আবার একেবারে ছোট বয়সে শিশুদের টিভি থেকে পুরোপুরি দূরে রাখার কথাও বলেন৷ তবে বিখ্যাত অ্যানিমেটেড মুভি ‘ফ্রোজেন' দেখে এই শিশুদের অনুকরণ মুগ্ধ করেছে সবাইকে৷

https://p.dw.com/p/2nmjG
ছবি: picture-alliance/AP Photo/M. Lennihan

জনপ্রিয় মার্কিন টিভি উপস্থাপক এলেন ডিজেনার্সের ফেসবুক পাতায় এই ভিডিওটি শেয়ার দেয়া হয় এ বছরের এপ্রিল মাসে৷ এ পর্যন্ত ৮৬ লক্ষবার দেখা হয়েছে ভিডিওটি৷ শেয়ার হয়েছে ৬৯ হাজার বার৷ ভিডিও-তে দেখা যায়, দু'জন খুদে স্টার টিভিতে ‘ফ্রোজেন' ছবির দুই অন্যতম চরিত্র এলসা আর আনাকে দেখতে দেখতে নিজেরাও অভিনয় করছে৷

শিশুদের এমন মনকাড়া আচরণে বেশিরভাগ মানুষ মুগ্ধ হলেও, কোনো কোনো সচেতন অভিভাবক এর সমালোচনা করেছেন৷ তাঁদের মন্তব্য, এ জন্যই টিভিতে হবে, তা নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন৷

ভিডিওটি ১ মিনিট ৫৩ সেকেন্ডের হলেও ক্যাপশনে লেখা হয়, ‘এ সব কাণ্ড আরও ১ ঘণ্টা ২০ মিনিট ধরে চলেছিল৷'

আরএন/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য