1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অক্টোপাস বলে জিতবে স্পেন, টিয়াপাখির দাবি নেদারল্যান্ডস

১০ জুলাই ২০১০

প্রশ্নপত্র ফাঁস, স্থগিত পরীক্ষা, আটক ১৬৭ জন৷ অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে৷ থাকছে, রাজধানীতে জলাবদ্ধতা নিয়ে জনমতে আতঙ্কের কথা৷ তবে, পলের ভবিষ্যদ্বানী নিয়েও রয়েছে উদ্বেগ-আশঙ্কা৷

https://p.dw.com/p/OFhX
স্পেনের প্রতি টান একটু বেশি দেখাচ্ছে পলছবি: AP

‘‘প্রশ্নপত্র কেলেঙ্কারি''

‘‘প্রশ্নপত্র কেলেঙ্কারি''- দৈনিক সমকালের শিরোনাম এটি৷ একই বিষয়ে দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘‘জড়িতরা সরকারি কর্মচারি, প্রশ্নপত্র ফাঁস''৷ শুক্রবার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার কথা ছিল৷ কিন্তু পরীক্ষার আগেই একটি চক্র প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করে৷ এই ঘটনায় রংপুর থেকে আটক হয় ১৬৭ জন৷ আটকদের মধ্যে চারজন সরকারি কর্মচারি, বাকিরা পরিক্ষার্থী৷

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি

দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণের শিরোনাম, ‘‘নিয়ন্ত্রণহীন আইনশৃঙ্খলা পরিস্থিতি''৷ পত্রিকাটির কথায়, রাজধানী ঢাকায় একের পর এক খুন হচ্ছে৷ থানা হেফাজতে আসামী হত্যার খবর শোনা যাচ্ছে৷ বাড়ছে চাঁদাবাজি৷ সবমিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে৷

রাজধানীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

দৈনিক ইত্তেফাক দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘‘রাজধানীর নিম্নাঞ্চলে পানি, জলাবদ্ধতার আতঙ্ক''৷ মূলত বর্ষা মরশুমে ঢাকাবাসীর মধ্যে এই জলাবদ্ধতার আতঙ্ক বিরাজ করে৷ একটু বর্ষাতেই ঢাকার রাস্তাগুলো খালে রূপ নেয়৷ ইত্তেফাক জানাচ্ছে, ইতিমধ্যেই নাকি ঢাকার নিম্নাঞ্চলের বেশকিছু এলাকা পানিতে ডুবে গেছে৷ আর দু'য়েক দিন বৃষ্টি হলে ঢাকার উঁচু এলাকাগুলোতেও পানি জমার আশঙ্কা করা হচ্ছে৷

‘‘অক্টোপাস বনাম টিয়া''

দৈনিক কালেরকন্ঠ এই বিষয়ে চমৎকার এক প্রতিবেদন করেছে৷ শিরোনাম, ‘‘অক্টোপাস বনাম টিয়া''৷ আসলে এই মুহূর্তে খেলার চেয়ে অক্টোপাস পল কি বলছে তাই নিয়েই মানুষের আগ্রহ বেশি দেখা যাচ্ছে৷ সেই পলের ভবিষ্যদ্বানী হচ্ছে শনিবার জিতবে জার্মানি৷ তবে এবারের বিশ্বকাপ কে জিতবে, তাই নিয়ে খানিকটা দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়েছে পলদের মাঝে৷ জার্মানির পল বলছে জিতবে স্পেন৷ অন্যদিকে, ডাচদের জ্যোতিষি অক্টোপাস বলছে, জিতবে নেদারল্যান্ডস৷ তার সঙ্গে আবার গলা মেলাচ্ছে সিঙ্গাপুরের টিয়া পাখি মনি৷ কালেরকন্ঠ এই খবরটিকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়