1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

৬৮ বছরে পা দিয়েও জোয়ান বচ্চন

সোমবার তাঁর ৬৮তম জন্মদিন৷ অথচ পুরোদমে কাজ করে চলেছেন অমিতাভ বচ্চন৷ বলিউডের এই প্রবাদপ্রতিম তারকার প্রাণশক্তি সত্যি অবাক করার মতো৷

default

অমিতাভ বচ্চন

শেষ চমক দেখিয়েছিলেন ‘পা' ছবিতে, এক কিশোরের চরিত্রে অভিনয় করে৷ পেয়েছিলেন জাতীয় পুরস্কার৷ ছোট পর্দায়ও তাঁর দাপট কম নয়৷ ‘কৌন বনেগা ক্রোড়পতি' কুইজ শো'র চতুর্থ সংস্করণে তিনি আবার বসছেন কুইজমাস্টারের আসনে৷

তাঁর অভিনীত সব ছবিই যে বক্স অফিস হিট হচ্ছে, তা নয়৷ যেমন গত বছর ‘আলাদীন' ছবিটি একেবারেই সাফল্য পায় নি৷ ‘গান্ধী' ছবির ব্রিটিশ অভিনেতা বেন কিনসলে'র সঙ্গে অভিনয় করেছেন ‘তিন পাত্তি' ছবিতে৷ অনায়াসে জটিল অঙ্কের সমাধান করার ক্ষমতা দেখিয়েছেন সেই ছবিতে৷ তবে ‘পা' ছবিটি বেশ সাফল্য পেয়েছে৷

কোনো অবস্থাতেই হার মানতে রাজি নন ‘বিগ বি'৷ প্রায় এক দশক আগে যখন সময়টা বেশ খারাপ যাচ্ছিল, তখন ‘কৌন বনেগা ক্রোড়পতি'র চালকের আসনে বসে তিনি নিজেই নিজের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেন৷ ২০০৮ সালে জন্মদিনের দিন পেটের ব্যথার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়৷ অপারেশনের কারণে তাঁকে প্রায় এক বছর বিশ্রাম নিতে হয়েছিল৷ তারপর ‘বিগ বস' নামের টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে কিছুদিন কাজ করেন তিনি৷

এবছর তিনি অভিনয় করছেন ‘পাওয়ার' বা ক্ষমতা নামের এক ছবিতে৷ সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত, অজয় দেবগন ও অনিল কাপুর৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

সংশ্লিষ্ট বিষয়