1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৪৫ দিনে দেড়শ’ কোটি টাকার বন উজাড়

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১১ অক্টোবর ২০১৭

বাংলাদেশে নতুন করে আসা প্রায় সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গা শরণার্থীর কারণে এরইমধ্যে বনের দেড়শ’ কোটি টাকার ক্ষতি হয়েছে৷ সার্বিকভাবে পরিবেশেরও অপূরণীয় ক্ষতি হচ্ছে৷ কিন্তু এই ক্ষতির জন্য মন্ত্রণালয়কেই দায়ী করতে চান পরিবেশবাদীরা৷

https://p.dw.com/p/2ldtZ
ছবি: DW/M. Mostqfigur Rahman

পরিবেশ ও বন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি মঙ্গলবার এক ব্রিফিংয়ে নতুন করে আসা বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীর চাপে কক্সবাজার এলাকার পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে৷ কমিটির বৈঠকে জানানো হয়, ‘‘এখন পর্যন্ত রোহিঙ্গাদের কারণে ১৫০ কোটি ৮৭ লাখ টাকার বনজ সম্পদ ধ্বংস হয়েছে৷’’

কমিটির সভাপতি হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘‘সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে মানবিক কারণে৷ তাঁদের জন্য পর্যাপ্ত ত্রাণও যাচ্ছে৷ কিন্তু তাঁদের জ্বালানির কোনো ব্যবস্থা না থাকায় তাঁরা প্রাকৃতিক বন থেকে জ্বালানি সংগ্রহ করছে৷ এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে৷ টেকনাফ রোডের গাছগুলো উজাড় হয়ে যাচ্ছে৷ বন অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত শুধু বনের ক্ষতি দেড়শ' কোটি টাকা ছাড়িয়েছে৷ পরিবেশের ক্ষতির হিসাব অনেক বেশি৷’’

হাছান মাহমুদ আরো বলেন, ‘‘ইতিমধ্যে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটন ব্যবসায় ধস নেমেছে৷ বনের পাশাপাশি পরিবেশের অন্যান্য খাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণ করে আগামী বৈঠকে জানানোর জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে৷’’

রোহিঙ্গা শরণার্থীদের কারণে পাহাড়, জলাশয়, সমুদ্রসৈকতসহ পরিবেশের অন্যান্য খাতেরও ক্ষতি হয়েছে৷ তবে কোন খাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা সুনির্দিষ্ট করে জানানো হয়নি ওই ব্রিফিংয়ে৷ কমিটি বনের ক্ষতি কমাতে রোহিঙ্গাদের জ্বালানিসাশ্রয়ী চুলা সরবরাহের সুপারিশ ও প্রয়োজনে তাঁদের জন্য বায়োগ্যাস প্লান্ট বসানোর পরামর্শ দিয়েছে৷

এ বিষয়ে কমিটির সদস্য টিপু সুলতান সাংবাদিকদের বলেন, ‘‘এটা সম্ভব হলে বনের ক্ষতি ৫০ শতাংশ কমে আসবে৷ রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার পর যেসব এলাকা ফাঁকা হচ্ছে, সেখানে নতুন করে বনায়নের সুপারিশ করা হয়েছে৷’’

এর জন্য দায়ী সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়: ইকবাল হাবিব

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-র মুখপাত্র ইকবাল হাবিব ডয়চে ভেলেকে বলেন, ‘‘এর জন্য দায়ী সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়৷ সুনির্দষ্ট পরিকল্পনার অভাবেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ শুরুতেই যদি পরিকল্পনা করা হতো তাহলে ক্ষতি অনেক কম হতো৷’’ কী ধরণের পরিকল্পনা নেয়া যেতো, জানতে চাইলে তিনি বলেন, ‘‘তাঁদের আশ্রয়ের জন্য যতটা সম্ভব পাহাড় ও বন বাদ দিয়ে সমতল ভূমি বেছে নেয়া যেতো৷ আবার পাহাড় ও বনভূমি সব জায়গায় নাই৷ সেইসব জায়গা বেছে নেয়া যেতো৷ আর জ্বালানীর বিকল্প ব্যবস্থা করা যেতো৷ শুধু গাছপালা বা পাহাড় কাটা নয়, পয়নিস্কাশন ব্যবস্থা না থাকার কারণেও পরিবেশ দূষিত হচ্ছে৷’’

তবে বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ডয়চে ভেলেকে বলেন, ‘‘রোহিঙ্গাদের কারণে বন ও পরিবেশের কী পরিমান ক্ষতি হয়েছে সে হিসাব সরকারের কাছে এখনো নাই৷ ক্ষতি অবশ্যই হয়েছে৷ সংসদীয় কমিটি যদি কোনো ক্ষতির হিসাব পাঠায়, আমরা তা দেখবো৷’’

তিনি বলেন, ‘‘সরকারের সিদ্ধান্ত রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হবে৷ সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে৷ এখানে পদক্ষেপ নেয়ার কী আছে? তবে তাঁদের আশ্রয়ের বিষয়টি সাময়িক৷ তাঁরা এখানে স্থায়ীভাবে থাকবে না৷ তাঁরা আসছে, আরো আসবে৷ ফেরত নেয়ার কথা চলছে৷ দেখা যাক কী হয়৷’’

রোহিঙ্গারাতো আর বলে কয়ে আসেনি: বনমন্ত্রী

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘যারা সরকারে থাকে না, তাঁরা তো সব জাদুর মতো করে ফেলে৷ আগাম পরিকল্পনা করা অসম্ভব, কারণ, রোহিঙ্গারা তো আর বলেকয়ে আসেনি৷ তাঁরা যে যার মতো নদী পাহাড় স্থলপথ দিয়ে এসেছে৷ এসে যে যার মতো থাকা শুরু করেছে৷’’

কক্সাজারের বন বিভাগ জানিয়েছে, সম্প্রতি আসা রোহিঙ্গারা টেকনাফ ও উখিয়া এলাকার প্রায় ৪ হাজার একর বনাঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে আশ্রয় নিয়েছে৷ এর মধ্যে উখিয়া রেঞ্জের কুতুপালং, থাইংখালী ও আশাপাশের ৩ হাজার, টেকনাফ রেঞ্জের ৪৫০ একর, শিলখালী রেঞ্জের ৩৭৫ একর ও পুটিবুনিয়া রেঞ্জের ৫০ একর পাহাড়ি জায়গা রোহিঙ্গাদের দখলে রয়েছে৷ এর বাইরেও কিছু এলাকায় তাঁদের বসতি রয়েছে৷’’

সরকার কুতুপালংয়ের বালুখালি এলাকায় দুই হাজার একর বন এবং পাহাড় অধিগ্রহণ করেছে সব রোহিঙ্গাকে এক জায়গায় রাখার জন্য৷ জানা গেছে, আরো এক হাজার একর অধিগ্রহণ করা হবে৷ এটা করা হয়েছে ২৫ আগস্টের পর থেকে৷ তবে এর আগে ১৯৭৮ সাল থেকে কয়েক দফায় আসা রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য  চার হাজার একর বন ও পাহাড় অধিগ্রহণ করা হয়৷ এসবই বনবিভাগের সংরক্ষিত বন ও পাহাড়৷

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. এএইচএম রায়হান সরকার দীর্ঘ দিন ধরে রোহিঙ্গাদের বসবাস এবং পরিবেশের ওপর এর প্রতিক্রিয়া নিয়ে কাজ করছেন৷ তিনি গত শনিবার ডয়চে ভেলেকে জানান, ‘‘পুরনো এবং নতুন রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র গড়েই উঠেছে সংরক্ষিত বন ও পাহাড় কেটে৷ এখানে পরিবেশকে বিবেচনায় নেয়া হয়নি৷ এরই মধ্যে কক্সবাজারে এর নেতিবাচক প্রভাব পড়া শুরু হয়েছে৷ কক্সবাজার ও বান্দরবানে হাতির সংখ্যা কমে যাচ্ছে৷ গাছপালা উজাড় হচ্ছে৷ বন না থাকায় নানা ধরণের প্রাণি ও পাখি বিলুপ্ত হচ্ছে৷ সবচেয়ে বড় আশঙ্কার কথা হলো পাহাড় ধস আরো বেড়ে যাবে৷’’

প্রিয় পাঠক, আপনার কোনো মন্তব্য থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...