1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্ব

২৭ কোম্পানির মিনারেল ওয়াটারের ২৪টিই দূষিত!

গতকাল ঢাকার কয়েকটি এলাকায় ২৭টি কোম্পানির পানি পরীক্ষা করে দেখেছে মোবাইল কোর্ট৷ এর মধ্যে ২৪টি কোম্পানির পানিই বিশুদ্ধ নয়৷ ফলে ঐসব কোম্পানিকে জরিমানা করা হয়েছে৷

default

ইত্তেফাক বলছে, এসব কোম্পানির বোতলে ওয়াসা ও টিউবওয়েলের পানি পাওয়া গেছে৷ কোনো কোনোটিতে আর্সেনিকও পাওয়া গেছে৷ এদিকে যুগান্তর মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটের বরাত দিয়ে জানিয়েছে, অধিকাংশ বোতলে বিএসটিআই'র নকল স্টিকার লাগানো ছিল৷ এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা কোথাও উল্লেখ ছিল না৷

যাত্রাবাড়িতে একটি কারখানায় আগুনে পুড়ে ৭ জনের মৃত্যু হয়েছে৷ বেশিরভাগ পত্রিকাতেই আজ এটা প্রধান খবর৷ কেউ কেউ দুর্ঘটনাস্থলের ছবিও ছেপেছে৷ সমকাল, প্রথম আলো আর যুগান্তর তাদের প্রতিবেদন শুরুই করেছে নিমতলীর ঘটনার উল্লেখ করে৷ কারণ নিমতলীতে যেমন রাসায়নিক পদার্থের জন্য আগুন ছড়িয়ে পড়েছিল গতকালও সেরকমই ঘটেছে৷ স্থানীয় সংসদ সদস্য হাবীবুর রহমান মোল্লা সমকালকে বলেছেন, কারখানাটি অবৈধ ছিল৷ তবে সেখানে যে দাহ্য পদার্থের গুদামও ছিল সেটা তিনি জানতেন না৷

কাল শেষ হলো জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভাষণে যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের রক্ষায় দেশে কোনো হানাহানি সৃষ্টির অপচেষ্টা না চালানোর জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন৷ কালের কন্ঠ বলছে গত মঙ্গলবার এক অনুষ্ঠানে খালেদা জিয়া যুদ্ধাপরাধের বিচার বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন৷ তার প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী এই কথা বললেন৷ যুদ্ধাপরাধের বিচারে বিএনপি'র কয়েক নেতাকে জড়ানোর কারণে খালেদা জিয়া কঠোর অবস্থানে যেতে চাইছেন বলে কালের কন্ঠের ঐ প্রতিবেদনে বলা হয়েছে৷ এছাড়া ভাষণে প্রধানমন্ত্রী ডেইলি স্টার পত্রিকার সাম্প্রতিক এক জরিপের উল্লেখ করে বলেছেন দেশের মাত্র ১২ ভাগ মানুষ যুদ্ধাপরাধের বিচার চায়না৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

সংশ্লিষ্ট বিষয়