1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

১৩টি মনোনয়ন পেয়ে লেডি গাগার নতুন রেকর্ড

গত সন্ধ্যায় লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হল এমটিভি মিউজিক ভিডিও এ্যাওয়ার্ডস অনুষ্ঠান৷ আর সেই অনুষ্ঠানে ২৪ বছর বয়সি জনপ্রিয় মার্কিন পপ তারকা লেডি গাগা ছিলেন একেবারে তুঙ্গে৷

default

জনপ্রিয় পপ গায়িকা লেডি গাগা

লস এঞ্জেলেসের এমটিভি সন্ধ্যায় লেডি গাগা সবমিলে ১৩টি মনোনয়ন পেয়েছেন৷ এর মধ্যে দিয়ে তিনি শুধু তাঁর জনপ্রিয়তাই প্রমাণ করেননি, সৃষ্টি করলেন নতুন রেকর্ড৷

এর আগে কোন গায়ক বা গায়িকা, শুধুমাত্র একটি গানের ভিডিওর জন্য এতগুলো নমিনেশন একসঙ্গে পাননি – জানিয়েছে এমটিভি কর্তৃপক্ষ৷ শ্রেষ্ঠ ভিডিও ছাড়াও , ভিডিও অফ দ্যা ইয়ার এবং শ্রেষ্ঠ শৈল্পিক নির্দেশনার জন্যও মনোনয়ন পেয়েছে ভিডিওটি৷

Sängerin Lady Gaga

এমটিভি মিউজিক ভিডিও এ্যাওয়ার্ডস অনুষ্ঠানে রেকর্ড সৃষ্টি করলেন লেডি গাগা

এমটিভি ভিডিও মিউজিক এ্যাওয়ার্ডস দেওয়া হবে সেপ্টেম্বর মাসে৷ তা হবে এমটিভির ২৭ তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷

লেডি গাগার পরই রয়েছে ব়্যাপার এমিনেম৷ এমিনেম নমিনেশন পেয়েছে গানের ভিডিও ‘নট অ্যাফ্রেড'- এর জন্য৷ লেডি গাগা এবং এমিনেম ছাড়াও মনোনয়নের তালিকায় রয়েছেন জাস্টিন বিবার, কেশা, জেসন ডেরুলোসহ আরো অনেকে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

সংশ্লিষ্ট বিষয়