1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

খেলাধুলা

১০ দিন মাঠের বাইরে থাকবেন ধোনী

মঙ্গলবার সৌরভের কলকাতা নাইট রাইডার্স’কে একরকম গুঁড়িয়ে দেয় মহেন্দ্র সিং ধোনী’র চেন্নাই সুপার কিংস৷ খেলায় কিস্তি মাৎ করলেও, ম্যাচ চলাকালীনই কনুইয়ে আঘাত পান মঙ্গলবারের সফল অধিনায়ক৷

default

চেন্নাই সুপার কিংস’এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী

চেন্নাই সুপার কিংস দলের ম্যানেজার জানান, ‘‘আগামী ১০ দিন মাঠের বাইরে থাকবেন ধোনী৷ খেলার সময় কাল হঠাৎ করেই কনুইয়ে আঘাত পান তিনি৷ পরে তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, ডাক্তাররা তাঁকে ১০ দিন বিশ্রাম নিতে বলেন''৷ তবে চোট তেমন গুরুতর নয় বলে বুধবার সাংবাদিকদের জানান কোচ স্টিফেন ফ্লেমিং৷

প্রসঙ্গত মঙ্গলবার, কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্স'এর ম্যাচে শেন বন্ডের একটি ডেলিভারি ধোনী'র কনুইয়ে গিয়ে লাগে৷ আর তার ফলেই আগামী ১০ দিন দলের বাইরে থাকতে হবে তাঁকে৷ তবে টিমের মনোবল ধরে রাখার জন্য, দলের সঙ্গেই দিল্লি উড়ে যাবেন ধোনী৷ সেখানেই চলবে তাঁর চিকিৎসা৷ আগামী শুক্রবার, চেন্নাই সুপার কিংস'এর দিল্লির ফিরোজশা কোটলায় গম্ভীর বাহিনীর সঙ্গে মুখোমুখি হওয়ার কথা৷

ওদিকে, ‘টি২০ বিশ্বকাপ'এর জন্য আইপিএল চলাকালীনই ১৫ সদস্য বিশিষ্ট ভারতীয় টিম ঘোষণা করতে চলেছে আইসিসি৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ধোনী অবশ্যই রয়েছেন সেই তালিকাতে৷ উল্লেখ্য, আগামী মাসে ওয়েস্টইন্ডিজে অনুষ্ঠিত হওয়ার কথা ‘টি২০ বিশ্বকাপ'এর৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আরাফাতুল ইসলাম

সংশ্লিষ্ট বিষয়