1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরমা দূর্বল হলেও এখনও বিপজ্জনক

১১ সেপ্টেম্বর ২০১৭

হারিকেন ইরমা সোমবার দূর্বল হয়ে ক্যাটেগরি ১-এ পৌঁছেছে৷ তবে এখনও তা বিপজ্জনক বলে জানিয়েছেন ফ্লোরিডার গভর্নর রিক স্কট৷ এই অবস্থায় এটি ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে৷

https://p.dw.com/p/2jiEv
ছবি: Getty Images/C. Somodevilla

রবিবার ফ্লোরিডার দক্ষিণে কিস দ্বীপপুঞ্জে ক্যাটেগরি চার অবস্থায় আঘাত হানে ইরমা৷ এতে এখন পর্যন্ত তিন ব্যক্তির প্রাণ হারানোর কথা জানা গেছে৷ এর কয়েক ঘণ্টা পর মার্কো দ্বীপে আঘাত হানে ইরমা৷

সোমবার বিকেলের দিকে উত্তর ফ্লোরিডা ও দক্ষিণ জর্জিয়ায় ইরমার আঘাত হানবে বলে জানিয়েছে ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার৷ এর আগে গত কয়েকদিনে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়েছে ইরমা৷ এতে কমপক্ষে ২৪ জন প্রাণ হারান৷ কিউবায় ইরমার কারণে সাগরের পানি উপকূল থেকে হাভানা শহরের প্রায় আধ কিলোমিটার এলাকা পর্যন্ত প্রবেশ করে৷ সব মিলিয়ে গত এক সপ্তাহ ধরে চলা ইরমার আঘাতে কমপক্ষে ৩০ জনের মৃত্যুর খবর দিয়েছে এএফপি৷ সেন্ট মার্টিন ও সেন্ট বার্টস দ্বীপে বুধবার প্রথম ইরমা আঘাত করে৷

ফ্লোরিডায় ইরমা যাওয়ার আগে রাজ্যের প্রায় ছয় লক্ষাধিক অধিবাসীকে সরিয়ে নেয়া হয়েছে৷ এটি মার্কিন ইতিহাসের অন্যতম বড় উদ্বাসন৷ এক লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়৷

ফ্লোরিডার জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের চল্লিশ লাখেরও বেশি ক্রেতা বিদ্যুৎহীন অবস্থায় ছিল৷ মিয়ামি উপকূলের বিখ্যাত ব্রিকেল অ্যাভিনিউ পানিতে ডুবে গেছে৷ এছাড়া প্রচণ্ড বাতাসে নির্মাণকাজে নিয়োজিত দুটি ক্রেন ভেঙে গেছে৷

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই ফ্লোরিডা সফরের অঙ্গীকার করেছেন৷ কেন্দ্রীয় সরকারের কাছে ফ্লোরিডা রাজ্য যেসব জরুরি সহায়তা চেয়েছে তার অনুমোদন দিয়েছেন তিনি৷ ‘‘এই মুহূর্তে আমরা মানুষের প্রাণ নিয়ে চিন্তিত, ব্যয় নিয়ে নয়,’’ বলেন ট্রাম্প৷

এদিকে, ইরমার কারণে ফ্লোরিডার বিভিন্ন সৈকত হঠাৎ পানিশূন্য হয়ে পড়ে৷ কী কারণে এমনটা হয়ে থাকতে পারে তা ব্যাখ্যা করেছে মার্কিন দৈনিক ইউএসএ টুডে৷

যুক্তরাষ্ট্রের আবহাওয়ার পূর্বাভাস দেয়া কোম্পানি আকুওয়েদার জানিয়েছে, হারিকেন ইরমা ও কয়েকদিন আগের হারিকেন হার্ভের কারণে আর্থিক ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় ২৯০ বিলিয়ন ডলার, যা যুক্তরাষ্ট্রের জিডিপির প্রায় দেড় শতাংশ৷

বিভিন্ন টিভি চ্যানেলের প্রতিবেদকরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে ইরমা সংক্রান্ত সংবাদ পরিবেশন করছেন তার সমালোচনা করছেন অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী৷

বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছে নিউইয়র্ক টাইমস৷

জেডএইচ/এসিবি (এএফপি, এপি, রয়টার্স)