1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় নতুন উদ্যোগ

৪ অক্টোবর ২০১৬

গত সপ্তাহেই রাশিয়ার সঙ্গে চলমান আলোচনা নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি৷ সেই আলোচনা আপাতত ব্যর্থ৷ সিরিয়া যুদ্ধ থামাতে তাই নতুন উদ্যোগ নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ৷

https://p.dw.com/p/2Qqdg
Syrien Anschlag in Homs
ছবি: Reuters/SANA

এবার যুদ্ধ থামাতে ফ্রান্সের দেয়া একটি রূপরেখা নিয়ে আলোচনা শুরু করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ৷ সোমবার ফ্রান্সের দেয়া নতুন এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়৷ প্রস্তাবটিতে যুদ্ধ সংশ্লিষ্ট কোনো পক্ষ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে কিনা তা পর্যবেক্ষণ করারও ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে ফ্রান্স৷

তবে রাশিয়া শুরুতেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে৷ জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চুরকিন জানিয়েছেন, তাঁর দেশ মনে করে এই প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতি বাস্তবায়িত হলে জঙ্গিগোষ্ঠীগুলো, বিশেষ করে আইএস সিরিয়ায় ঢুকে পড়ার সুযোগ পাবে৷

সিরিয়ায় ত্রাণ সহায়তা পাঠানো যাচ্ছে না৷ আলেপ্পোসহ বেশ কয়েকটি শহরের সাধারণ মানুষকে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা দেয়া দরকার৷ কিন্তু রাশিয়া এবং সিরিয়ার বাশার আল-আসাদ সরকার যুদ্ধবিরতিতে সম্মত না হওয়ায় ত্রান পাঠানো যাচ্ছে না৷

যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরেরউদ্যোগটি ব্যর্থ হওয়ার জন্য পশ্চিমা দেশগুলো রাশিয়াকেই দায়ী করছে৷ বিশেষ করে সম্প্রতি রাশিয়া আবার সিরিয়ায় বিমান থেকে বোমা হামলা শুরু করায় যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো অসন্তোষ প্রকাশ করেছে৷ রাশিয়া তারপরও অনড়৷ বিদ্রোহী অধিকৃত আলেপ্পোয় তাই মানবিক বিপর্যয় দেখা দেয়া সত্ত্বেও ত্রাণ পাঠানো যাচ্ছে না৷

২০১১ সাল থেকে যুদ্ধ চলছে সিরিয়ায়৷ যুদ্ধে এ পর্যন্ত আড়াই লাখ মানুষ মারা গেছে৷

এসিবি/ ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য