1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সারা পৃথিবী এখন হাতের মুঠোয়!

সারা পৃথিবীর গণমাধ্যম বলতে এখন সবাই ইন্টারনেটকে বোঝে৷ চটজলদি বিশ্বের খবর আমরা জানতে পারি৷ বিজ্ঞান নানা জিনিস আবিষ্কার করছে৷

default

ইন্টারনেট হয়ে উঠছে আধুনিক সময়ের গণমাধ্যম

সারা পৃথিবীর গণমাধ্যম বলতে এখন সবাই ইন্টারনেটকে বোঝে৷ চটজলদি বিশ্বের খবর আমরা জানতে পারি৷ বিজ্ঞান নানা জিনিস আবিষ্কার করছে৷ আমরা মনে করি রেডিওর কোন বিকল্প নেই৷ কারণ মানুষ নিজ কন্ঠে একটি খবর গোটা পৃথিবীর মানুষকে জানায় সেই কারণে রেডিও আমাদের ধ্যান, জ্ঞান ও জীবনসঙ্গী৷ আজ রেডিওর মাধ্যম ছিলো বলে আমরা ফেসবুক, টুইটার, ইউটিউব এবং ইন্টারনেটের মাধ্যম জানলাম৷ আবারো বলি রেডিওর বিকল্প নেই৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, শাহানগর, মুর্শিদাবাদ৷

ডয়চে ভেলের সবাইকে শুভেচ্ছা৷ পৃথিবীর নানা প্রান্তে কি ঘটছে তা ডয়চে ভেলের মাধ্যমে জানা খুবই আনন্দদায়ক৷ আর এসব নিয়ে শ্রোতা দর্শকরা কি ভাবছেন সেটাও জানা যাচ্ছে ইনবক্স-এর মাধ্যমে৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

ওসমা বিন লাদেনের শেষকৃত্য কিভাবে সম্পন্ন হলো তা যদি ওয়েবসাইটে তুলে ধরেন কৃতজ্ঞ থাকবো৷ সুহৃত বন্দোপাধ্যায়, বর্ধমান৷

ইন্টারনেট হয়ে উঠছে আধুনিক সময়ের গণমাধ্যম অসাধারণ প্রতিবেদন৷ খুব আনন্দ পেলাম, নিখুঁত পরিবেশনা৷ সারা পৃথিবী হাতের মুঠোয়!ফেসবুক, টুইটার, ওয়েবসাইট, আইটিউন্স সবকিছু রেডিও ও খবরের কাগজকে পেছনে ঠেলে দিয়েছে৷ একদম সঠিক৷ কিন্তু আমি বলবো রেডিও , খবরের কাগজ যুগ যুগ জিও৷ যদিও আমি ডয়চে ভেলের রেডিও অনুষ্ঠান শুনতে পাইনা৷ আমি ডয়চে ভেলের ফেসবুক এবং ওয়েবসাইট উপভোগ করি৷ পরিতোষ চট্টোপাধ্যায়, জঙ্গীপুর, মুর্শিদাবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক