1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

সানিয়া শোয়েব আর প্রীতি জিন্টা

সানিয়া শোয়েব লিভ টুগেদার ‘হারাম’৷ শোনা গেল সুন্নি ওলেমা বোর্ডের ফতোয়া৷ আর প্রীতি জিন্টা নিজের পাপ ধুয়ে এলেন কুম্ভমেলায় গিয়ে স্নান সেরে৷

default

প্রীতি জিন্টা

সানিয়া শোয়েবের বিয়ের আগেই একসঙ্গে বসবাস করা ‘হারাম'

সানিয়া শোয়েব সম্পর্ক নিয়ে এবার আসরে নেমে পড়ল ভারতের সুন্নি ওলেমা বোর্ড৷ অল ইন্ডিয়া সুন্নি ওলেমা বোর্ডের তরফে ফতোয়া জারি করে রবিবার ঘোষণা করা হয়েছে, পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক আর ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিয়ের আগেই একসঙ্গে বসবাস করা বা লিভ টুগেদার করা এবং সেইসঙ্গে অবাধে ঘোরাফেরা করা ইসলাম ধর্ম বিরোধী৷

ভারত বাংলাদেশের বেশ কিছু পত্রপত্রিকা সুন্নি ওলেমা বোর্ডের পক্ষে মওলানা হাসিবুল হাসান সিদ্দিকিকে উদ্ধৃত করে জানাচ্ছে, হাসান বলেছেন, যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হয় তেমন কোন অনুষ্ঠানে মুসলমানদের না যাওয়াই উচিত৷ ওদিকে, শোয়েব নাকি রবিবারই হায়দ্রাবাদে সানিয়ার বাড়ি ছেড়েছেন৷ কারণ, ১৫ এপ্রিলের বিয়ের জন্য প্রস্তুতি নিতে চান তিনি৷

এর কারণ কী ওই নতুন ফতোয়া ? সে ব্যাপারে অবশ্য কেউই মুখ খুলছেন না৷

Heirat Cricketspielerin Shoaib Malik und Tennisstar Sania Mirza

নিকাহ্ হবে পনেরো এপ্রিল

পাপ ধুয়ে ফেললেন প্রীতি জিন্টা

উত্তর ভারতের হরিদ্বারে চলতি হিন্দুধর্মের কুম্ভমেলায় গিয়ে লুকিয়ে লুকিয়ে নিজের পাপ ধুয়ে এসেছেন বলিউডের নামজাদা অভিনেত্রী প্রীতি জিন্টা৷ খবরটা নিজেই ফাঁসও করেছেন প্রীতি গালে সেই বিখ্যাত টোল ফেলে হাসতে হাসতে৷ গত সপ্তাহের বৃহস্পতিবার নাকি প্রীতি হরিদ্বারে যান৷ তারপর মহাকুম্ভে স্নান করে নেন গঙ্গায় নেমে৷ তাঁর বিশ্বাস, গঙ্গায় ডুব দিয়ে এই স্নানের ফলে জমে থাকা যাবতীয় পাপও ধুয়ে গেছে তাঁর৷

তাহলে, একটা বিষয় স্পষ্ট, যে কিছু পাপ জমে ছিল নিশ্চয়ই! নাহলে হঠাৎ করে সেসব ধুয়ে ফেলার কথা উঠছে কেন? প্রীতি নাকি নিজের মায়ের সঙ্গেই গিয়েছিলেন৷ আর লুকিয়েও ছিলেন৷ সম্ভবত ছদ্মবেশেই৷ তা না হলে ফিল্ম ভক্তদের অত্যাচারে প্রীতির সমস্যা অনেক বেশি হত যেমন, প্রশাসনের ঝামেলাও কম হত না৷

সে যাই হোক, প্রীতির পাপের ভার যে কিছুটা হলেও কমেছে, এটাই আপাতত সুখবর৷

প্রতিবেদক: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

সংশ্লিষ্ট বিষয়