1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাকিবের নৈপুণ্যে জিম্বাবুয়েকে ৪৯ রানে হারাল বাংলাদেশ

১১ আগস্ট ২০০৯

সাফল্যের ধারা শুরু হয়েছিল ওয়েস্টইন্ডিজে৷ সাকিব আল হাসানের হাত ধরে সেই ধারা এখন জিম্বাবুয়েতেও অব্যাহত৷ মঙ্গলবার বুলাওয়েতে ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৪৯ রানে হারিয়েছে বাংলাদেশ৷

https://p.dw.com/p/J7or
ছবি: AP

এ জয়ের ফলে সিরিজে ২-০তে এগিয়ে গেল সাকিব আল হাসানের দল৷

মাশরাফি বিন মুর্তজার ইনজুরির সুযোগে অস্থায়ী দায়িত্বে এলেও সাকিব যেভাবে ক্রমাগত সাফল্যের বণ্যায় ভাসাচ্ছেন তাতে লাল-সবুজের বাংলাদেশকে সাকিব আল হাসানের দল বলতেই হয়৷ টস হেরে ব্যাট করার সুযোগটা তাঁর সেঞ্চুরি আর তামিম ইকবালের ফিফটির সুবাদেই ভালোভাবে কাজে লাগাতে পেরেছে বাংলাদেশ৷ সাকিবের সেঞ্চুরি্টা এসেছে আবার ৬৩ বলে, যা কিনা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি৷ তো অধিনায়কের ৯টি চার আর ৪টি ছক্কায় ১০৪ আর তামিমের ১০৫ বলে ৭৯ রানের ইনিংস দলকে এনে দেয় ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ ৩২০ রানের সঞ্চয়৷ বাংলাদেশ ৮ উইকেট খুইয়ে এত দূর গেলেও জবাবে ৪৬ দশমিক ১ ওভারে অল আউট হয়েও ২৭১ রানের বেশি করতে পারেনি৷ না পারার প্রধান কারণও সাকিব৷ মাত্র ৩৯ রানে ২ উইকেট নিয়ে বোলিংয়েও তিনি দলের পক্ষে সেরা পারফর্মার৷ সৈয়দ রাসেল, নাজমুল হাসান এবং এনামুল হকও দুটি করে উইকেট পেয়েছেন, তবে রান খরচ করেছেন বেশি৷

Cricket, Bangladesh, Zimbabwe
ছবি: AP

প্রতিবেদক: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক