1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

সময় নেই অনিল কন্যা সোনমের!

প্রযোজক চাইছেন৷ কিন্তু অভিনেত্রী সময় দিতে পারবেন কিনা, সেটাই এখন প্রশ্ন৷ বলছিলাম বলিউডের নামজাদা অভিনেতা অনিল কাপুরের কন্যা সোনম কাপুরের কথা৷ বাবা নিজে মেয়ের জন্য অনেকটা ভালো খবর বয়ে আনছেন৷

সোনম কাপুর, Sonam Kapoor, অনিল কাপুর, Entertainment, Film, Bollywood,

সোনম কাপুর

বাবার হাত ধরেই চলচ্চিত্র জগতে হাটা চলা করছেন সোনম৷ সম্প্রতি হলিউডের প্রযোজক বেন স্টিলারের সঙ্গে কথা হয় অনিল কাপুরের৷ তিনি তখন লস অ্যাঞ্জেলেসে৷ দু'জন মিলে একটা প্রযোজনা প্রতিষ্ঠান খোলার কথাও ভাবছিলেন৷ এ সময়ই বেন স্টিলার দেখেছিলেন সোনম কাপুরের ‘আইশা' নামের ছবিটি৷ ছবিতে সোনম এর অভিনয় দেখে .. তাঁকে মনে ধরে গেলো স্টিলারের৷ মনে মনে তাঁকেই ঠিক করে ফেললেন তাঁর পরবর্তী ছবি থার্টি মিনিটস অর লেস-এর নায়িকা হিসাবে৷

বেন স্টিলারের দিক থেকে বিষয়টি শতভাগ নিশ্চিত৷ কিন্তু সোনমের দিক থেকে এখনো কোন নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না৷ কারণ সোনম নাকি এখন খুবই ব্যস্ত৷ এবার দেখা যাক, সোনম সময় দিতে পারেন কি না৷ এ মুহূর্তে সোনম কাপুর ও ইমরান খান অভিনীত ‘আই হেট লাভ হিস্ট্রি' ভাল দর্শক প্রিয়তা পাচ্ছে৷ ছবিটি সুপার হিট হওয়ার পথেই হাটছে বলে জানা যাচ্ছে৷

কিন্তু হলিউড প্রযোজকের এই আহ্বান কি ফেলে দিতে পারবেন অনিল কন্যা সোনম? কারণ তিনি ইতিমধ্যেই বলিউডের নামকরা পরিচালক মনিরত্নমের নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন৷ বলে রাখা ভালো, গেল ছয় মাসে সোনম কেবল হলিউড থেকেই পেয়েছেন দু'দুটি ছবিতে অভিনয়ের আমন্ত্রণ৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই