1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমুদ্রের সুরক্ষায় ক্যারিবীয় অঞ্চলে উদ্যোগ

আনিয়া কিমিশ/এসবি৩১ ডিসেম্বর ২০১৪

একদিকে বাণিজ্যিক স্বার্থ, অন্যদিকে পরিবেশ সংরক্ষণের তাগিদ – এই দুইয়ের মধ্যে সংঘাত আজ অনেক ক্ষেত্রেই দেখা যায়৷ ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এক দেশে বোঝাপড়ার মাধ্যমে এক ভারসাম্য সৃষ্টি করার চেষ্টা চলছে৷

https://p.dw.com/p/1ED6N
Korallenriff
ছবি: CC2.0/Matt Kieffer

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সেন্ট লুসিয়ার জেলেদের গ্রাম সুফ্রিয়ার৷ বেশিরভাগ মানুষের রুজি-রোজগারের একমাত্র উৎস মাছ ধরা৷ জেলেরা যত বেশি সম্ভব মাছ ধরতে চান৷ ফলে পরিবেশবাদীদের সঙ্গে স্বার্থের সংঘাত অনিবার্য৷ কারণ তাঁরা সমুদ্রে মাত্রাতিরিক্ত মাছ ধরা বন্ধ করতে চান৷ উপকূলের কাছে সংরক্ষিত এলাকা চিহ্নিত করে মাছ ধরা ও নোঙর করা নিষিদ্ধ করতে পারলে এটা সম্ভব৷ এর বদলে অন্যান্য জায়গায় জেলে, পর্যটক ও নৌকা মালিকরা যে যার কাজ করার অনুমতি পাবেন৷

স্থানীয় সমুদ্র সুরক্ষা সংগঠন বয়া দিয়ে সংরক্ষিত এলাকার সীমা চিহ্নিত করেছে৷ সুফ্রিয়ার সমুদ্র সুরক্ষা সংগঠনের অ্যান্টনি কাডাস বলেন, ‘‘মাঝে মাঝে জেলেরা অনেকগুলি এলাকায় মাছ ধরতে চান৷ সেখানে আবার মানুষ আসে প্রকৃতি উপভোগ করতে৷ কয়েক ঘণ্টার জন্য ইয়ট নোঙর করা হয়৷ ফলে বিভিন্ন পক্ষের মধ্যে সংঘাত সৃষ্টি হয়৷ তাই আমরা পাঁচটি ভিন্ন এলাকা আলাদা কাজের জন্য চিহ্নিত করে দিয়েছি৷ প্রত্যেকটিতে নির্দিষ্ট গ্রুপের অগ্রাধিকার রয়েছে৷''

কখনো কখনো হাজার হাজার পর্যটক এই দ্বীপে আসেন৷ গত বছর তাদের সংখ্যা ছিল প্রায় চার লক্ষ, যা সেন্ট লুসিয়ার জনসংখ্যার দ্বিগুণ৷ এই দ্বীপ ও সেখানকার মানুষ পর্যটকদের উপর নির্ভরশীল৷ কিন্তু স্কুবা-ডাইভিং-এর ফলে অনেক প্রবাল প্রাচীরের মারাত্মক ক্ষতি হয়েছে৷ সেখানে উদ্ভিদ ও প্রাণী লোপ পেয়েছে৷ আরও ক্ষতি এড়াতে সমুদ্র সুরক্ষা সংগঠন দিনে কয়েক বার পরীক্ষা করে৷

তারা ডুবুরিদের সংখ্যা গোনে এবং মাথাপিছু মাশুল সংগ্রহ করে৷ সেই টাকা তাদের প্রকল্পে ব্যয় করা হয়৷ গোটা বিশ্বেই সামুদ্রিক ইকো-সিস্টেম হুমকির মুখে পড়ছে৷ ক্যারিবীয় অঞ্চলে হর্স্ট ফোগেল-এর প্রকল্প সেই জন্য ‘ব্লু সলিউশানস' নামের আন্তর্জাতিক নেটওয়ার্কে স্থান পেয়েছে৷ প্রকল্পের প্রধান হর্স্ট ফোগেল বলেন, ‘‘ব্লু সলিউশানস কর্মসূচি গোটা বিশ্বেই চালু রয়েছে৷ এর আওতায় সমুদ্র ও সামুদ্রিক ইকোসিস্টেমের টেকসই সুরক্ষার উপায় খোঁজা হয়৷ ক্যারিবীয় অঞ্চলে আমরা এমন সমাধানসূত্র খুঁজছি৷ এ ভাবে গোটা বিশ্বের কর্মসূচির সঙ্গেই আমরা যুক্ত৷''

‘ব্লু সলিউশানস' নামের আন্তর্জাতিক জলবায়ু সুরক্ষা উদ্যোগ এই নেটওয়ার্কের জন্য অর্থ দেয়, যাতে উদ্ভিদ ও প্রাণিজগত আবার চাঙ্গা হয়ে উঠতে পারে৷ ‘হকবিল টার্টল'-এর মতো সামুদ্রিক কচ্ছপ লুপ্তপ্রায় প্রাণীগুলির অন্যতম৷ সেগুলি এক মিটার পর্যন্ত লম্বা ও ৮০ কিলো ভারী হতে পারে৷ কিন্তু তাদের সুরক্ষার উদ্যোগে হয়ত বড্ড দেরি হয়ে গেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান