1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সচেতনতা বাড়াচ্ছে সিনেমা

১৪ ডিসেম্বর ২০১৮

অ্যামবুলেন্ট ডিজিটাল সিনেমা সিএনএ মধ্য আফ্রিকার প্রত্যন্ত গ্রামে গিয়ে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করছে৷ এসব সিনেমা স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ঐ অঞ্চলে শান্তি স্থাপনেও ভূমিকা রাখছে৷

https://p.dw.com/p/3AA0r
Symbolbild Frauenquote im Film
ছবি: Colourbox

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত গ্রাম বায়ানগা, যেখানে জঙ্গলের পরিমাণই বেশি৷ সেসব জায়গায় বিশাল ট্রাক নিয়ে পৌঁছে যাচ্ছেন অ্যামবুলেন্ট ডিজিটাল সিনেমা'র কর্মীরা৷ সন্ধ্যা হতেই সেখানে জমায়েত হলেন ২০০ গ্রামবাসী৷ উদ্দেশ্য– সিনেমা দেখা৷ এসব অঞ্চলের মানুষ ভীষণ দরিদ্র৷ তাই সিনেমা যে কেবল এখানকার মানুষের সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করছে তা-ই না, মানুষের মধ্যে সহিংসতা নিয়ে যে ভীতি রয়েছে, তা দূর করে তাদের বিনোদনের সুযোগ করে দিচ্ছে৷

একটা ঝাকড়া আমগাছ বেছে নিয়ে সেখানে প্রজেক্টর বসিয়ে সিনেমা দেখানো হয়৷ ১০ কিলোমিটার দূর থেকেও জঙ্গল পাড়ি দিয়ে অনেকে দেখতে এসেছেন৷ সিনেমা শুরুর আগে এক ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷ এ সময় নিজেদের হাসি মুখের চেহারা বড় পর্দায় দেখার সুযোগ পান গ্রামবাসীরা৷

এসব চলচ্চিত্রে খুব সাধারণ কিছু বিষয়ে সচেতনতার কথা তুলে ধরা হয়, যেমন কীভাবে হাত পরিষ্কার করে ধুতে হয়, ভ্যাকসিনেশন কেন জরুরি এবং জোর করে বিয়ে দিলে কী কী ক্ষতি হতে পারে৷ তবে বায়ানগাতে সিনেমাটি ছিল নারী শিক্ষা নিয়ে৷ সেখানে নিজের ছোট ছেলেকে নিয়ে এসেছিলেন মেভা নামের এক নারী৷ সিনেমা শেষে তিনি জানালেন, ‘‘আমি কখনো ভাবিনি এটা একটা সমস্যা৷ আমার মেয়ে আমাকে ঘরের কাজে সাহায্য করে৷ আমি যখন জঙ্গলে কাজে যাই, তখন সে ঘরের দিকে খেয়াল রাখে৷ কিন্তু এবার আমি ফিরে গিয়ে তাকে স্কুলে পাঠাবো৷''

অ্যামবুলেন্ট ডিজিটাল সিনেমা'র দলনেতা এমবিলিকা জানালেন, সফলভাবেই তাঁরা কাজটা করতে পেরেছেন৷ তিনি বলেন, ‘‘আমরা আশা করেছিলাম প্রত্যন্ত এলাকায় মানুষের কাছে পৌঁছানোর এটাই অন্যতম মাধ্যম৷ কিছু মানুষের মনে দীর্ঘ সময় ধরে এর ছাপ রয়ে যাবে এবং তাঁরা এসব নিয়ে অন্যদের সঙ্গে কথা বলবে৷ এছাড়া মধ্য আফ্রিকায় শান্তি বয়ে আনতেও সাহায্য করবে এটি৷ ''

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)