1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সকলকে ঈদের শুভেচ্ছা

‘‘প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো৷''

এভাবেই ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ডা এস এম এ হান্নান, পাবনা, বাংলাদেশ থেকে৷

‘‘ঈদ মোবারক, সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা৷ আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি৷'' লিখেছেন শাহনেওয়াজ খান সুমন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, সময় টিভি, বাংলাদেশ৷

‘‘ঈদ মানেই খুশি৷ তাই কার্ড নয়, ফুল নয়, জানাই আমার প্রিয় ডয়চে ভেলের সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা৷ ঈদ মোবারক! ঈদু-উল-আযহা সব মুসলমানদের একটি মহান উৎসর্গের দিন৷ চলো যাই আমরা আমাদের মনের কুপ্রবৃত্তিকে উৎসর্গ করি৷'' মন্তব্য শিবগঞ্জ, বগুড়া থেকে এমএ বারিকের৷

আরো ঈদের শুভেচ্ছা জানিয়ে ই-মেল করেছেন আমাদের কাছে দিনাজপুর থেকে শাহ মো.মোকারম এবং ডা. এসএস ভট্টাচার্য্য, বেলদা, পশ্চিম মেদেনীপুর, ভারত থেকে৷ কাজী তৃণা, চট্টগ্রাম থেকে৷

‘‘পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ডয়চে ভেলে বাংলা বিভাগের সব বন্ধুদের জানাই হার্দিক শুভেচ্ছা৷ ঈদ মোবারক! প্রফেসর আশরাফুল ইসলাম, থানা পাড়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে লিখেছেন৷

ঈদ মোবারক! প্রীতি ও শুভেচ্ছা রইলো ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রতি৷ পাঠক ভাবনা পাতায় যথাসময়ে সাড়া দেওয়ার জন্য কৃতজ্ঞতার সাথে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি৷ চলতি ঈদ উত্‍সব ও দুর্গাপূজার নির্বাচিত প্রতিবেদনগুলো অত্যন্ত চমকপ্রদ ও মনোমুগ্ধকর লেগেছে৷ এ রকম প্রতিবেদন প্রতিটি উত্‍সবে প্রত্যাশিত ডয়চে ভেলে বাংলা বিভাগের কাছে৷ শুভ হোক আগামীর দিনগুলো, বিদায়! শুভ কামনায়৷ এম সবুজ মাহমুদ, তারতাপাড়া, মাদারগঞ্জ, জামালপুর৷

- আমাদের সকল পাঠক বন্ধুদের জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা৷ দিনটি আপনাদের সকলের আনন্দে কাটুক – এটাই আমাদের একান্ত কামনা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন