1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীলংকা টি টোয়েন্টি: শুরুর আগেই ধসের আশঙ্কা

২০ জুলাই ২০১১

প্রথমবারের মতো শ্রীলংকা শুরু করতে যাচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট৷ কিন্তু দেশের অভ্যন্তরের ক্রিকেট প্রেমীদের মধ্যেই এই টুর্নামেন্ট আগ্রহ সৃষ্টি করতে পারবে কী না তা নিয়ে এরই মধ্যে সন্দেহ দেখা দিয়েছে৷

https://p.dw.com/p/1200U
Sri Lanka's Lasith Malinga, center, celebrates with teammates the dismissal of India's Virender Sehwag, not seen, during the Cricket World Cup final match between India and Sri Lanka in Mumbai, India, Saturday, April 2 , 2011. (AP Photo/Aijaz Rahi)
ছবি: AP

মূলত ভারতের জনপ্রিয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ, আই পি এল-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার প্রতিশ্রুতি নিয়েই বৃহস্পতিবার থেকে মাঠে নামতে যাচ্ছে শ্রীলংকা প্রিমিয়ার লীগ, এস এল পি এল৷ আইপিএল-এর আদলেই তৈরি করা হয়েছে এস এল পি এল৷ তাছাড়া এস এল পি এল-এর লক্ষ্য ছিল ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য দেশ থেকে ক্রিকেট তারকাদের ভাড়া করে নিয়ে আসা৷

কিন্তু ভারতীয় খেলোয়াড়দের অন্য খেলায় অংশ নেওয়ার ব্যপারে নিষেধাজ্ঞা থাকা এবং আন্তর্জাতিক তারকাদের ভাড়া করার ব্যাপারে যথেষ্ট তহবিল না থাকার কারণে এস এল পি এল-এর উচ্চাকাঙ্খা প্রথমেই মুখ থুবড়ে পড়েছে৷ এমনকি চূড়ান্ত পর্যায়ে এসে দেখা যাচ্ছে, স্থানীয় তারকা এবং জাতীয় অধিনায়ক তিলকারত্নে দিলশান, সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকার এবং মাহেলা জয়বার্ধানে সহ অল রাউন্ডার অ্যাঙ্গেলো ম্যাথিউসও এস এল পি এল থেকে সরে আসার কথা চিন্তা করছেন৷

এদিকে শ্রীলংকা ক্রিকেট, এসএলসি এই টুর্নামেন্টকে অল্পবয়স্ক মেধাসম্পন্নদের কাছে প্রশিক্ষণ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে৷ প্রতিযোগিতা শুরু হবার আগে এক বিবৃতিতে বলা হয়েছে, এই টুর্নামেন্ট অল্পল্পবয়স্ক ক্রিকেটারদের ক্রিকেট যোগ্যতা বাড়াতে সহায়তা করবে৷

এস এল পি এল প্রতিযোগিতা শুরুর পরিকল্পনার সময় থেকেই বলে আসছিল, তারা প্রায় ৩৫ জন আন্তর্জাতিক খেলোয়াড়কে আকর্ষণ করতে পারবে বলে আশা করছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য