1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্ব

শূকরশাবক আর বেড়ালছানার ভালোবাসা

জাতকের গল্পের কথা মনে আছে? জাতক বা ঈশপের গল্পে অবুঝ প্রাণীর সঙ্গে মানুষের বিচিত্র সব সম্পর্ক যেমন চিত্রিত হয়েছিল, তেমনি ছিল জন্তু-জানোয়ারের মধ্যকার সম্পর্ক, তাদের মধ্যে প্রতিযোগিতা, এমনকি ভালোবাসার কথাও...৷

এই ভিডিওটি সেই ভালোবাসারই একটা নিদর্শন৷ আসলে আজ মানুষ যখন পশুর হিংস্রতাকে হার মানাচ্ছে, তখন পশুই হয়ত পারে আমাদের, মানে মানুষকে ভালোবাসার ভাষা শেখাতে৷ অন্তত ভিডিওটি দেখলে সেই বিশ্বাসই জন্মাবে আপনার৷

একটা বেড়ালছানা আর একটা গোলাপি রঙের টুকটুকে শূকরশাবক৷ দু'জনেই পোষা৷ জাতপাত-বর্ণ আলাদা হলেও, মনিব তাদের বসতে দিয়েছিল একই সোফায়৷ তার পর? কিছুক্ষণের মধ্যেই একে-অপরকে চাটতে থাকে তারা, করতে থাকে পরিষ্কার৷ এরপর শুরু হয় আদর৷ হ্যাঁ, বেড়ালে-বেড়ালে বা শূকরে-শূকরে নয়, এ একেবারে বেড়াল-শূকরের ভালোবাসা৷

পশুদের মধ্যেও যে এমন অগাধ প্রেম আর ভালোবাসা আছে, এই ভিডিওটি না দেখলে হয়ত সেটা বোঝাই যেত না৷ কি ভিডিওটা দেখলেন? সত্যিই অতুলনীয় দৃশ্য, তাই না?

ডিজি/জেডএইচ

বন্ধু, কেমন লাগলো ভিডিওটা? আপনার মতামত জানান নীচের ঘরে৷

নির্বাচিত প্রতিবেদন