1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্ব

শুরু হলো ওয়ার্ল্ড এক্সপো ২০১০

জাঁকজমক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চীনের বাণিজ্যিক রাজধানী শাংহাইতে শুরু হলো বিশ্ব মেলা৷ ওয়ার্ল্ড এক্সপো ২০১০ নামের এই বৃহত্তম উৎসবের মূল স্লোগান ‘উন্নততর নগর, উন্নততর জীবন’৷

default

ওয়ার্ল্ড এক্সপো ২০১০ এ জার্মান প্যাভিলিয়ন

শুক্রবার রাতে ঝলমলে আলোকসজ্জা, হরেক রঙের পানির ফোয়ারা, নাচ-গান আর সুরের তালে তালে বিশ্বের সবচেয়ে বড় এলসিডি'র পর্দায় ভেসে উঠেছিল এক্সপো পার্ক৷ হাংপু নদীর তীর সংলগ্ন পাঁচ বর্গকিলোমিটার জায়গা জুড়ে বসেছে এই মেলা৷ মোনাকোর ওয়ার্ল্ড এক্সপো'র চেয়ে এটি দ্বিগুণ বড়৷ আর ২০০৮ সালে স্পেনের সারাগোজার ওয়ার্ল্ড এক্সপোর চেয়ে ২০ গুণ বড়৷ আয়োজকরা বলছেন, শুধুমাত্র উদ্বোধনী অনুষ্ঠানের জন্যই তৈরি করা হয়েছিল পাঁচ লাখ টিকেট৷ আর এর সবগুলোই বিক্রি হয়ে গেছে অনুষ্ঠানের আগেই৷

Flash-Galerie Expo Shanghai 2010 Ende April

শাংহাই বিশ্ব মেলা স্মরণীয় হয়ে থাকবে এর প্যাভিলিয়নের বিশেষ সৌন্দর্যের জন্য

জানা গেছে, ২০০৮ সালের বেইজিং অলিম্পিকস-এ যে পরিমাণ অর্থ খরচ করেছিল চীন, তার দ্বিগুণ অর্থ বিনিয়োগ করেছে এই বিশ্ব মেলার আয়োজনে৷ আর তা হলো ৪.২ বিলিয়ন ডলার৷ বিশ্বের বৃহত্তম এই উৎসবই নাকি সবচেয়ে ব্যয়বহুল আয়োজন, এমনটিই দাবি করা হচ্ছে৷ এমনকি চীনের স্থানীয় গণমাধ্যম এই মেলার খরচ ৫৮ বিলিয়ন ডলার বলে উল্লেখ করেছে৷ উদ্বোধনী অনুষ্ঠানে চীনা নেতা হু জিনতাও বলেন, ‘‘আমার বিশ্বাস, সবার সমন্বিত প্রচেষ্টার ফলে বিশ্ববাসী একটি সফল, চমৎকার এবং অবিস্মরণীয় বিশ্ব মেলা উপভোগ করতে পারবে৷'' হু জিনতাও এর সাথে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আরো ২০ জন বিশ্ব নেতা৷ ছিলেন ফরাসি রাষ্ট্রপ্রধান নিকোলা সার্কোজি, দক্ষিণ কোরীয় নেতা লি মিয়ুং বাক এবং কেনীয় নেতা মাওয়াই কিবাকি৷

Flash-Galerie Expo Shanghai 2010 Ende April

আলোকসজ্জিত এক্সপো চূড়া

প্রসঙ্গত, প্রথম এক্সপো আয়োজন করা হয়েছিল ১৮৫১ সালে লন্ডনে৷ এটির নাম ছিল ‘গ্রেট এক্সিবিশন অব ইন্ড্রাস্ট্রিজ অব অল নেশনস'৷ শাংহাই বিশ্ব মেলাই প্রথম ওয়ার্ল্ড এক্সপো যা কোন উন্নয়নশীল দেশে আয়োজিত হচ্ছে৷ আর পরবর্তী ওয়ার্ল্ড এক্সপো অনুষ্ঠিত হবে ইটালির মিলানে ২০১৫ সালে৷

প্রতিবেদক : হোসাইন আব্দুল হাই

সম্পাদনা : অরুণ শঙ্কর চৌধুরী

সংশ্লিষ্ট বিষয়