ভবিষ্যতে এমন হতে পারে, চোখের সমস্যা নিয়ে আপনি চক্ষু চিকিত্সকের কাছে গেলেন, কিন্তু তিনি আপনাকে পরামর্শ দিলেন, ‘আপনি গাইনোকোলজিস্টকে দেখান, মনে হচ্ছে আপনার স্তনের ক্যানসার হয়েছে৷’ এই রকম সম্ভাবনার কথা বললেন প্রফেসর কোনেন৷
কথায় বলে না, ‘চোখ দিয়ে যায় চেনা...?' বিশেষ করে রোগীর যদি ক্যানসার ছড়িয়ে যায় এবং মারাত্মক আকার ধারণ করে, তাহলে চোখের পেছনে মেটাসটেসিস-এ ঘটনাটা প্রত্যক্ষ করতে পারেন চক্ষু চিকিৎসক৷ অন্যান্য অনেক অসুখ বিসুখের লক্ষণও ধরতে পারেন চোখের ডাক্তার৷ যেমন ডায়বেটিস, উচ্চরক্তচাপ, মাল্টিপল এসক্লেরোসিস বা এমএস ইত্যাদি৷ অনেক সময় নিয়মিত চোখ পরীক্ষা করাতে এসে ধরা পড়ে এই সব রোগ৷
বাত ও লিভারের সমস্যা হলেও ধরা পড়ে চোখ দেখে৷ চোখ হলুদ হলে বোঝা যায় যকৃতের কোনো অসুখ আছে রোগীর৷ এমনকি অনেক সময় হেপাটাইটিস-এর মতো কঠিন অসুখও চোখ দেখে ধরা পড়ে৷
ডায়বেটিস হলে
পড়তে অসুবিধা হলে কেউ যদি চশমার জন্য চোখের ডাক্তারের কাছে যান, তিনি একথা শুনলে নিশ্চয়ই অবাক হবেন, ‘আপনার ডায়বেটিস হয়েছে'৷ ডায়বেটিসের কারণে চোখে বেশ কিছু রোগ দেখা দিতে পারে৷ জটিলতা বৃদ্ধি পেলে চোখের দৃষ্টি একেবারে হারিয়েও যেতে পারে৷