1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুর প্রতি সহিংসতা কমছে না

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৫ জুলাই ২০১৫

শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন কমছে না বাংলাদেশে৷ বরং শিশু হত্যাসহ ধর্ষণ, বলাৎকার এবং শ্লীলতাহানির ঘটনা যেন বেড়ে চলেছে৷ সহিংসতার শিকার এই শিশুদের বড় অংশই নিম্নবিত্ত পরিবারের অথবা গৃহকর্মী৷

https://p.dw.com/p/1FywW
UN Millenniumsziele Kind in einem Slum in Bangladesch
ছবি: UN Photo/Kibae Park

সিলেটে সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এছাড়া আগেই গ্রেপ্তার চৌকিদার ময়না মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত৷ চাঞ্চল্যকর এ মামলার তদন্তভার দেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশের বা ডিবি-র হাতে৷

ওদিকে রাজন হত্যার নির্মম ভিডিও প্রকাশের পর, এবার অন্য আর একজন শিশুকে পিটিয়ে হত্যার ভিডিও প্রকাশিত হয়েছে৷ এ ঘটনা ঘটেছে খোদ রাজধানী ঢাকার ক্ষিলখেত এলাকায়৷ শিশুটিকে পিটিয়ে বালু নদীতে ফেলে দেয়া হয়েছিল বলে খবর৷ এর তিনদিন পরে তার লাশ ভেসে ওঠে৷ কবুতর চুরির অপবাদ দিয়ে নাজিমুদ্দিন (১৫) নামের শিশুটিকে মাস তিনেক আগে পিটিয়ে হত্যার দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়, যা এখন প্রকাশ পেয়েছে৷

Indien Mädchen leiden an Hunger Symbolbild
২০১৩ সাল পর্যন্ত তিন বছরে এক হাজার ৭৩০টি শিশু নির্যাতনের শিকার হয়েছে বংলাদেশেছবি: picture-alliance/dpa

যশোরে গত ১৯শে মে লাদেন (৯) নামের এক শিশুকে এ রকমই চুরির অপবাদ দিয়ে শিকলে বেঁধে ঘরের মধ্যে আটকে রাখা হয় কয়েকদিন৷ তার ওপর সেখানে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়৷ পরে অবশ্য পুলিশ শিশুটিকে উদ্ধার করে৷

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০১৩ সাল পর্যন্ত তিন বছরে এক হাজার ৭৩০টি শিশু নির্যাতনের শিকার হয়েছে বংলাদেশে৷ তবে কতজন শিশুকে হত্যা করা হয়েছে, তার হিসেব এই মন্ত্রণালয়ের কাছে নেই৷

তবে ব়্যাব-এর কাছ থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, গত বছরের তিন মাসে সারাদেশে শতাধিক শিশু হত্যার শিকার হয়েছে৷ এর মধ্যে গত আগস্ট মাসে ৩৫, সেপ্টেম্বরে ৪০, অক্টোবর মাসে ২৫ জন শিশু হত্যার তথ্য জানায় ব়্যাব৷ ব়্যাব-এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘নিহত শিশুদের একাংশ ধর্ষণ ও বলাৎকারের শিকার হয়েছে৷'' তাঁর কথায়, ‘‘এরা মূলত পারিবারিক কলহ, মুক্তিপন আদায় এবং চুরিসহ নানা অপবাদে হত্যার শিকার হয়৷''

শিশু নির্যাতন ও হত্যার আরেকটি চিত্র পাওয়া যায় গৃহকর্মী নির্যাতন ও হত্যার চিত্র দিয়ে৷ এর কারণ, গৃহকর্মীদের ২৫ ভাগেরও বেশি শিশু৷ আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাব মতে, ২০১৩ সালে অন্তত ১০০ জন গৃহকর্মী বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন৷ এঁদের মধ্যে ৩৮ জন শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, যার মধ্যে ২০ জনের বয়স ৭-১২ বছরের মধ্যে৷ শারীরিক নির্যাতনের পর মৃত্যু হয়েছে ১৫ জনের৷ অন্যান্য নির্যাতনে মৃত্যু হয়েছে ৩২ জনের৷ ধর্ষণের শিকার হয়েছেন ৩ জন, ধর্ষণের পর হত্যা করা হয় ৩ জনকে৷ আত্মহত্যা করেছেন ৮ জন এবং গর্ভপাতকালে মৃত্যু হয় একজনের৷ এছাড়া পুলিশের হিসাব অনুযায়ী, গত বছরের শেষ চারমাসে ১০৭ জন গৃহকর্মী আত্মহত্যা করেন৷ যদি বর্তমান আইন অনুযায়ী ১৮ বছর বয়স পর্যন্ত শিশু হিসাব করা হয়, তাহলে শিশু গৃহকর্মীর সংখ্যা শতকরা ৫০ ভাগের বেশি হবে বলে ডয়চে ভেলেকে জানান মানবাধিকার নেত্রী এলিনা খান৷

সিলেটে নিহত শিশু রাজনকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে৷ তাঁর বাবা আজিজুর রহমান আলম এই অভিযোগ করেছেন৷ তিনি অভিযোগ করেছেন, ঘটনার রাতে স্থানীয় থানা থেকে তার মামলা নেওয়া হয়নি৷ বরং উল্টে তাকে গলাধাক্কা দিয়ে বের করে দেয় এসআই আমিরুল৷ সে ৫ লাখ টাকার বিনিময়ে সমঝোতার চেষ্টা করে৷

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘এসআই আমিরুলকে ‘ক্লোজড' করা হয়েছে৷ তার বিরুদ্ধে সব অভিযোগের তদন্ত হচ্ছে৷'' বলাৎকারের চেষ্টার অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ‘‘এই অভিযোগেরও তদন্ত হচ্ছে৷ তবে এখনো প্রমাণ পাওয়া যায়নি৷''

তিনি জানান, ‘‘রাজন হত্যাকাণ্ডের ঘটনায় কামরুল-মুহিতের আরেক সহোদর দুলালকেও বুধবার আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী৷''

মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খান ডয়চে ভেলেকে জানান, ‘‘আমাদের রাষ্ট্র এবং সমাজে শিশু ও নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে, কারণ তারা দুর্বল৷ তাই তারা সহিংসতার শিকার হয় বেশি৷ শিশুদেরও নানা কাজে বাধ্য করা হয়৷ এতে তারা রাজি না হলে তাদের নির্যাতন ও হত্যা করা হয়৷ বিশেষ করে গরিব ও নিম্নবিত্ত পরিবারে শিশুরা সবচেয়ে বেশি সহিংসতা ও নির্যাতনের শিকার হয়৷''

তিনি বলেন, ‘‘আইনে এখন ১৮ বছর বয়স পর্যন্ত শিশু৷ ৯ বছর বয়স পর্যন্ত শিশু কোনো অপরাধই করতে পারে না৷ আমাদের আর্থ সামাজিক প্রেক্ষাপটে শিশুদের বড় একটি অংশকে কাজ করতে হয়, বাইরে বের হতে হয় একা একা৷ বলা বাহুল্য, শিশুরা দুর্বল বলে অপরাধীদের সহজ টার্গেটে পরিণত হয় তারা৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য