আইন সংস্কার
মালাউয়িতে দত্তক সংক্রান্ত আইন সংস্কারে ধীরগতির সমালোচনা করেন ম্যাডোনা৷ তিনি বলেন, মার্সি জেমসকে দত্তক নেয়ার সময় তাঁকে বেশ বেগ পেতে হয়েছে৷ ‘‘কয়েকদিন আগে আমার বিবাহবিচ্ছেদ হওয়ায় বিচারক আমাকে দত্তক (মার্সি জেমস) নিতে দিতে চাইছিলেন না,’’ বলেন ম্যাডোনা৷ পরে সুপ্রিম কোর্টে গিয়ে ফয়সালা করতে হয় তাঁকে৷ ছবিতে ম্যাডোনাকে তাঁর দত্তক নেয়া আরেক সন্তান স্টেলার সঙ্গে দেখা যাচ্ছে৷