1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিজ্ঞান পরিবেশ

‘শহরগুলোতে বায়ু দূষণ বাড়ছে’

বিশ্বের বেশিরভাগ শহরেই বায়ু দূষণ আশঙ্কাজনক হারে বাড়ছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়৷ ফলে শ্বাসপ্রশ্বাসের সমস্যাজনিত রোগে মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে বলে জানিয়ে ডাব্লিউএইচও৷

‘‘দুর্ভাগ্যজনকভাবে সারা বিশ্বেই বায়ু দূষণ বাড়ছে'' – জেনেভায় এক সংবাদ সম্মেলনে এভাবেই প্রতিবেদনের খুঁটিনাটি তথ্য জানাতে শুরু করেন ডাব্লিউএইচও-র জনস্বাস্থ্য বিভাগের পরিচালক মারিয়া নেইরা৷ তিনি আরো জানান, বিশ্বের ৯১টি দেশের ১৬শ শহরের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে৷ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৬শ শহরের মাত্র ১২ শতাংশ মানুষ দূষণমুক্ত বায়ুতে শ্বাস-প্রশ্বাসের সুযোগ পাচ্ছেন৷

ডাব্লিউএইচও-র এ প্রতিবেদন অনুযায়ী, উন্নত কিছু দেশের পরিস্থিতি স্বল্প বা নিম্ন আয়ের দেশগুলোর চেয়ে অনেক ভালো৷ নিম্ন আয়ের দেশগুলোর শহরাঞ্চলে বায়ু দূষণ ক্রমাগত বাড়ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়৷

সংবাদ সম্মেলনে ডাব্লিউএইচও-র সহকারী পরিচালক ফ্লাভিয়া বুস্ত্রাও বলেন, ‘‘এমন অনেক শহর আছে যেখানে বায়ু এত দূষিত হয়ে পড়েছে, যে আকাশের স্বচ্ছতা চোখে দেখা যায়না৷'' বায়ু দূষণ কমানোর জন্য সর্বস্তরে পরিবেশ সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি৷ গত মার্চে প্রকাশিত ডাব্লিউএইচও-র প্রতিবেদনে ছিল ভয়াবহ এক খবর৷ সেখানে বলা হয়, বায়ু দূষণের কারণে শুধু ২০১২ সালেই সারা বিশ্বে মারা গেছে ৩৭ লক্ষ মানুষ৷ পরের দু বছরে বিশ্বের বেশির ভাগ দেশে বায়ু দূষণ বেড়েছে জানিয়ে মারিয়া নেইরা বলেন, ‘‘বায়ু দূষণ আমাদের স্বাস্থ্যে ভয়ঙ্কর প্রভাব ফেলছে৷ ''

এসিবি/এসবি (এএফপি, রয়টার্স)

নির্বাচিত প্রতিবেদন

সংশ্লিষ্ট বিষয়