1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

লোকসংগীত সম্রাজ্ঞী জোয়ান বেইজ’এর ৭০ তম জন্ম বার্ষিকী

পশ্চিমের লোকসংগীত জগতের এক উজ্জ্বল তারকা জোয়ান বেইজ৷ পাঁচ দশকেরও বেশি সময় ধরে সমাজ ও রাজনীতি সম্পৃক্ত তাঁর সংগীত দিয়ে জয় করেছেন তিনি বিশ্বের লক্ষ মানুযের হৃদয়৷ ৯ জানুয়ারি কিংবদন্তি এই সংগীত তারকার ৭০ তম জন্ম বার্ষিকী৷

default

গিটার হাতে জোয়ান বেইজ

গীতিকার, সুরকার, গিটারবাদিকা ও গায়িকা, লোকসংগীত সম্রাজ্ঞী জোয়ান বেইজ'কে বলা হয় ষাট দশকের বিবেকী কণ্ঠস্বর৷ বর্ণবাদের বিরুদ্ধে, শান্তি ও মানবাধিকারের সপক্ষে আজও তিনি এক জোরালো কণ্ঠস্বর৷

জোয়ান বেইজ এর জন্ম ১৯৪১ সালে নিউ ইয়র্কে৷ বাবা ছিলেন মেক্সিকান বংশোদ্ভূত৷ পেশায় পদার্থবিদ৷ মা ছিলেন স্কটিশ৷ বাবা মায়ের সমাজ সচেতনতার প্রভাব পড়ে তাঁর উপর৷ ছোট বেলায় তাঁর শ্যামলা রঙের জন্য শেতাঙ্গ সহপাঠিরা দূরত্ব বজায় রেখে চলত৷ এই অভিজ্ঞতা তাঁর মনে দাগ কাটে গভীর ভাবে৷ লোকসংগীতের অন্যতম পুরোধা পিট সিগার ও অ্যাফ্রো-অ্যামেরিকান সংগীত তারকা হ্যারি বেলাফন্টের গভীর অনুরাগী ছিলেন তিনি৷

Joan Baez, Konzert, Sarajevo

১৯৫৬ সালে বাবা মায়ের কাছ থেকে উপহার পান তাঁর প্রথম গিটার৷ আর সে থেকেই শুরু হয় তাঁর সংগীত চর্চা৷ ১৯৫৯ সালে বিখ্যাত ‘নিউ পোর্ট ফোক ফেস্টিভেল' এ অংশ গ্রহণের সুযোগ পান জোয়ান৷ অসাধারণ সুরেলা কন্ঠের জন্য রাতারাতি ছড়িয়ে পড়ে তাঁর নাম৷ এর পরের বছর বের হয় তাঁর প্রথম অ্যালবাম ‘জোয়ান বেইজ'৷ গোল্ডেন স্ট্যাটাস পায় এই অ্যালবাম৷

৬১ সালে অ্যামেরিকার বিভিন্ন স্থানে কনসার্ট ভ্রমণে বেরিয়ে পড়েন জোয়ান৷ এই সময় তাঁর পরিচয় হয় পরবর্তীকালের প্রতিবাদী সংগীতের সম্রাট বব ডিলানের সাথে৷ তরুণ প্রতিভাবান ববের রচিত সমাজ সম্পৃক্ত সংগীত তাঁকে আকর্ষণ করে৷ তারা এক সঙ্গে গান পরিবেশন করেন বহু কনসার্টে এবং পরে ভালবাসার বন্ধনেও আবদ্ধ হোন৷

১৯৬৯ সালে ঘটে ঐতিহাসিক ‘উডস্টক ফেস্টিভ্যাল'৷ সেখানে অনেকের মত জোয়ান বেইজ'ও তাঁর সংগীতের মধ্য দিয়ে জোরালো প্রতিবাদ জানিয়েছিলেন ভিয়েৎনাম যুদ্ধের বিরুদ্ধে৷

৭১ এর স্বাধীনতা যুদ্ধ নিয়ে রচিত তাঁর ‘সং অফ বাংলাদেশ' গানে অসাধারণভাবে ফুটে উঠেছে বাঙালিদের ওপর পাকিস্তানী সেনাবাহিনীর নিধনযজ্ঞের ছবি, মূর্ত হয়েছে আক্রান্ত বাঙালির বেদনা, দুঃখ দুর্দশার ছবি৷

ছ'বার গ্র্যামিসহ আরো বহু সম্মাননায় ভুষিত হয়েছেন জোয়ান বেইজ৷ আজো দেশে দেশে কনসার্টে পরিবেশন করছেন বিভিন্ন আঙ্গিকের গান৷ গাইছেন শান্তি ও সাম্যের ললিত গীতি৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: আব্দুলাহ আল-ফারুক