1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাদেন হত্যার পঞ্চম বার্ষিকীতে সিআইএ-র টুইট

২ মে ২০১৬

২০১১ সালের ২ মে পাকিস্তানে অভিযান চালিয়ে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়৷ ঘটনার পাঁচ বছর পূর্তিতে লাইভ-টুইট করে সেই সময়কার ঘটনাগুলো জানিয়ে দিল সিআইএ৷

https://p.dw.com/p/1IgPE
Pakistan Versteck von Osama Bin Laden
ছবি: picture-alliance/dpa/S. Dogar

হ্যাশট্যাগ ইউবিএলরেইড (#UBLRaid) ব্যবহার করে একের পর এক টুইট করে মার্কিন ঐ গোয়েন্দা সংস্থাটি৷ পাঁচ বছর আগে কোন সময়ে কী কী ঘটেছিল তা জানিয়েছে সিআইএ৷ প্রথম টুইটে সংস্থাটি লাইভ-টুইটে সবাইকে আমন্ত্রণ জানিয়ে লেখে, ‘‘... যেন অভিযানটি আজকে ঘটছে৷''

পরের টুইটে জানানো হয় ১:২৫ পিএম ইডিটি (অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিট) সময়ে অ্যাবোটাবাদে অভিযান চালানোর অনুমতি দেন মার্কিন প্রেসিডেন্টসহ অন্যান্যরা৷

এর দুই ঘণ্টা পাঁচ মিনিট পরের এক ছবিতে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনসহ অন্যান্যরা ‘সিচুয়েশন রুম'এ বসে অভিযানটি সরাসরি দেখছেন৷ হোয়াইট হাউস থেকে ছবিটি সেই সময় প্রকাশ করা হয়েছিল৷

সিআইএ-র টুইট থেকে জানা যায়, ৩:৩৯ পিএম ইডিটি (অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১টা ৩৯ মিনিট) সময়ে লাদেনকে হত্যা করা হয়৷

সিআইএ-র লাইভ-টুইট বিষয়ে টুইটারে অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন৷ টোবি কনাপ লিখেছেন, ‘‘লাদেন হত্যার অভিযান আমাকে এটাই মনে করিয়ে দেয় যে, আমি সেই সব নারী ও পুরুষ নিয়ে গর্বিত যাঁরা যা করতে চান তা-ই করেন৷''

তবে সিআইএ-র এই উদ্যোগে সবাই খুশি নন৷ যেমন ক্রিস নাইট সিআইএ-র কাছে জানতে চেয়েছেন, হিরোশিমায় বোমা নিক্ষেপের বিষয়েও কি লাইভ-টুইট করা হবে?

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য