1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লতিফ সিদ্দিকীর পতন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা ২ অক্টোবর ২০১৪

হজ নিয়ে বিরূপ মন্তব্য করায় মন্ত্রিত্ব হারানোর সঙ্গে সঙ্গে দল থেকেও বাদ পড়ছেন আব্দুল লতিফ সিদ্দিকী৷ লন্ডন থেকে দেশে ফিরে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

https://p.dw.com/p/1DOt2
Abdul Latif Siddiqui
লতিফ সিদ্দিকী (ফাইল ফটো)ছবি: DW

বৃহস্পতিবার বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে জানান,‘‘নেত্রী এক ঘন্টার যাত্রা বিরতির সময় শুরুতেই লতিফ সিদ্দিকীর প্রসঙ্গ তোলেন৷ তিনি বলেন, আমি, আমার পরিবারের অনেকেই একাধিকবার হজে গিয়েছি৷ আমি অন্যের হয়েও একাধিকবার হজ পালন করেছি৷ আমি আমার বাবা-মা, দাদা-দাদি, নানা-নানির হয়েও হজ পালন করেছি৷ তাঁর (লতিফ) কথায় আমি খুবই মর্মাহত৷ আপনারা তো ইতিমধ্যেই জেনেছেন, তাঁকে মন্ত্রিসভা থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছি৷ দলেও রাখব না৷''

এর আগে বুধবারই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ ডয়চে ভেলেকে জানিয়েছিলেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে৷ তাঁকে দল থেকেও বাদ দেয়া হবে৷

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ১০ দিন আগে যুক্তরাষ্ট্রে যান৷ রবিবার নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামাত নিয়ে তিনি বক্তব্য দেন৷ তাঁর বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে দেশে- বিদেশে মুসলামানদের মধ্যে তীব্র প্রতিক্রdয়ার সৃষ্টি হয়৷

Sheikh Hasina
‘তাঁকে (লতিফ) মন্ত্রিসভা থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছি৷ দলেও রাখব না৷'ছবি: Reuters

নিউইয়র্কের সেই সভায় লতিফ সিদ্দিকী বলেন,‘‘হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়৷ এই হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গেছেন৷ এদের কোনো কাজ নাই৷ কোনো প্রডাকশন নাই, শুধু ডিডাকশন দিচ্ছে৷ শুধু খাচ্ছে আর দেশের টাকা বিদেশে দিয়ে আসছে৷''

অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন,‘‘কথায় কথায় আপনারা জয়কে টানেন কেন? জয় ভাই কে?জয় বাংলাদেশ সরকারের কেউ নয়৷ তিনি কোনো সিদ্ধান্ত নেয়ারও কেউ নন৷''

জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে গত ২১শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যান প্রধানমন্ত্রী৷ অধিবেশন শেষে সোমবার নিউইয়র্ক থেকে লন্ডনে যান৷ দুই দিন সেখানে ছিলেন৷

লতিফ সিদ্দিকীও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে যান৷ বর্তমানে তিনি মেক্সিকোতে৷ সেখানকার গুয়াদালাহারা শহরে তথ্য প্রযুক্তি বিষয়ক বিশ্ব সম্মেলনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ‘গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড' গ্রহণ করার কথা ছিল তাঁর৷ কিন্তু অনুষ্ঠান শুরুর কয়েক ঘন্টা আগেই তাঁকে অব্যাহতির কথা জানিয়ে সেখানে না যেতে বলা হয়৷ বুধবার প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ওই পুরস্কার গ্রহণ করেন৷ মেক্সিকো থেকে তার ক্যানাডা যাওয়ার কথা৷ জানা গেছে, লতিফ সিদ্দিকী আপাতত দেশে ফিরছেন না৷ তাঁর ঘনিষ্ঠরা তাঁকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন৷ কারণ, দেশে ফিরলে তাঁকে জেলে যেতে হতে পারে৷ হজ নিয়ে বিরূপ মন্তব্য করায় বুধবার বাংলাদেশের কয়েকটি আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হয়েছে৷ পাঁচটি মামলায় তাঁকে তলব করে সমনও জারি করেছে আদালত৷

হেফাজতে ইসলামসহ ইসলামী দলগুলো তাঁকে বরখাসস্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছে৷ জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদও মন্ত্রী লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার দাবি করেছেন৷

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

শুক্রবার বিকেল চারটায় গণভবনে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রীশেখ হাসিনা৷ জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে৷ এই সংবাদ সম্মেলনে অব্যাহতিপ্রাপ্ত মন্ত্রী লতিফ সিদ্দিকীকে নিয়ে তিনি কথা বলবেন বলে জানা গেছে৷

Abdul Latif Siddiqui
লতিফ সিদ্দিকী আপাতত দেশে ফিরছেন নাছবি: DW
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য