1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সহিংস হরতাল

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৯ ডিসেম্বর ২০১২

বাংলাদেশের রাজশাহী ও সিলেট বিভাগে জামায়াতে ইসলামীর ডাকে বুধবারের আধাবেলা হরতাল ছিল সহিংস৷ হরতাল সমর্থকরা যথারীতি গাড়ি ভাঙচুর ও আগুন লাগায়, হামলা করে পুলিশের গাড়িতে৷ পুলিশও টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে৷

https://p.dw.com/p/175XV
Bangladeshi Islamic political party supporters acknowledge a rally leader during a nationwide strike in Dhaka on September 23, 2012. Most schools, shops and offices were closed in Bangladesh on Sunday as opposition parties enforced a nationwide strike to protest against the mocking of the Prophet Mohammed in a US Internet film. AFP PHOTO/Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/GettyImages)
ফাইল ফটোছবি: MUNIR UZ ZAMAN/AFP/GettyImages

জামায়াতের কেন্দ্রীয় নেতা তাসনিম আলম সিদ্দিকীকে আটকের প্রতিবাদে জামায়াত শিবির বুধবার রাজশাহীতে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করে৷ হরতালের সময় রাজশাহীর বিনোদপুর এবং কাজলা এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত শিবিরের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়৷ হরতাল সমর্থকরা পুলিশের একটি গাড়িতে বোমা এবং ককটেল ছুড়লে পুলিশও পাল্টা টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে৷ এই এলাকায় সংঘর্ষে ১২ জন আহত হয়৷ আটক করা হয়েছে ২০ জনকে৷

এছাড়া, বগুড়া এবং চাঁপাইনবাবগঞ্জে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে৷ হরতাল চলাকালে পুলিশ বগুড়া সদর উপজেলা জামায়াতের আমীর রফিকুল আলমকে আটক করলে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা মারমুখী হয়ে পুলিশের ওপর চড়াও হয়৷ তারা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়৷

জামায়াতের কেন্দ্রীয় আরেক নেতা শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে সিলেট বিভাগে আধা বেলা হরতাল পালন করে জামায়াত৷ সিলেটে হরতাল চলাকালে গাড়ি ভাঙচুর এবং পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে৷

এদিকে, দুপুরে ঢাকার মহাখালী এলাকায় হঠাৎ করেই আটক নেতাদের মুক্তির দাবিতে মিছিল বের করে জামায়াত-শিবির৷ এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ পুলিশ তাদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়৷

ওদিকে, কাল ঢাকা ছাড়া সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডকেছে ১২টি সমমনা ইসলামি দল৷ ঢাকায় এই হরতাল হবে আধাবেলা৷ জাময়াত শিবরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বাম দলগুলোর গতকালের হরতালের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে৷ জামায়াত এই হরতালে সমর্থন দিয়েছে৷ আর আইনমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, তাদের উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা৷ কিন্তু তাদের এই উদ্দেশ্য সফল হবেনা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান