ডয়চে ভেলের ফেসবুক পাতায় মোহাম্মদ সামসুদ্দোহা তাপস প্রশ্ন করেছেন: ‘দ্য বব্স' প্রতিযোগিতায় কিভাবে অংশগ্রহণ করতে পারি?
এই প্রশ্নের উত্তর বেশ সোজা৷ ‘দ্য বব্স' প্রতিযোগিতায় অংশ নিতে ভিজিট করুন www.thebobs.com/bengali/ ঠিকানা৷ এরপর আপনার নিজের বা আপনার পছন্দের যে কোনো ব্লগ, ফেসবুক পাতা, অনলাইন উদ্যোগ, ইউটিউব চ্যানেল বা পডকাস্টের লিংক এই ওয়েবসাইটে জমা দিতে পারেন৷ তবে লিংক জমা দেয়ার আগে সাইটটিতে ‘লগ ইন' করতে হবে৷ এজন্য সাইটটির ডান দিকে রয়েছে ডিডাব্লিউ, ফেসবুক, টুইটার, ওপেনআইডি এবং ভিকন্টাক্ট লোগো৷ এগুলোর যে কোনোটি ব্যবহার করে ‘লগ ইন' করা যাবে৷
‘লগ ইন' করার পর মনোনয়ন জমা দিতে প্রথমে বিভাগ বাছাই করতে হবে৷ দ্য বব্স ওয়েবসাইটের প্রথম পাতার মূল ব্যানারের নিচেই রয়েছে বিভাগ বাছাইয়ের অপশন৷ এখান থেকে ছয়টি মিশ্র বিভাগ ছাড়াও বিভিন্ন ভাষাভিত্তিক বিভাগ বাছাই করা যাবে৷ বিভাগ বাছাইয়ের পর আপনার কিংবা আপনার পছন্দের ওয়েবসাইটের লিংকটি জমা দিতে হবে৷ এরপর লিংকটি কোন ভাষার ওয়েবসাইটের সেটা নির্বাচন করতে হবে৷ সবশেষে ক্লিক করুন ‘সাবমিট' বোতামটি৷
-
গাইবান্ধার মাহফুজার জার্মানি সফর
ডয়চে ভেলের আমন্ত্রণ
তথ্যকল্যাণী মাহফুজা আক্তার এবং ‘তথ্যকল্যাণী গ্লোবাল’ প্রকল্পের পরিচালক মোশাররফ হোসেন জার্মানির বন শহরে পৌঁছান ১৬ জুন৷ উদ্দেশ্যে ডয়চে ভেলের ‘দ্য বব্স – বেস্ট অনলাইন অ্যাক্টিভিজম’ অ্যাওয়ার্ড গ্রহণ৷
-
গাইবান্ধার মাহফুজার জার্মানি সফর
মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ
জার্মানি সফরের শুরুর দিনেই ডয়চে ভেলের মহাপরিচালক এরিক বেটারমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান মাহফুজা আক্তার৷ গ্লোবাল মিডিয়া ফোরাম উপলক্ষ্যে আয়োজিত বিশেষ ডিনারে মাহফুজাকে অভিনন্দন জানান বেটারমান৷ পাশাপাশি তিনি স্মরণ করেন ১৯৭৩ সালে তাঁর বাংলাদেশ সফরের কথা৷ সেসময় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এরিক বেটারমান৷
-
গাইবান্ধার মাহফুজার জার্মানি সফর
লাজুক মাহফুজা
ডয়চে ভেলের দ্য বব্স প্রতিযোগিতার ‘গ্লোবাল মিডিয়া ফোরাম’ বিভাগে পুরস্কার জয়ের খবর প্রথম ধাক্কায় বিশ্বাসই করেননি মাহফুজা৷ পরর্বতীতে ডয়চে ভেলে থেকে সরাসরি ফোন পেয়ে আস্বস্ত হন তিনি৷ বনে আসার পরও ঠিক যেন স্বাভাবিক হতে পারছিলেন না তিনি৷ বিশেষ ডিনারে তাই বাঙালিদের সঙ্গ পেয়েও তাঁর লাজুক ভাব কাটে না৷
-
গাইবান্ধার মাহফুজার জার্মানি সফর
গ্রাফিটি আঁকা
দ্য বব্স প্রতিযোগিতায় জুরি অ্যাওয়ার্ড বিজয়ীরা গ্রাফিটি আঁকবেন, এমন পরিকল্পনা ছিল আগেই৷ ১৭ জুন তাই মাহফুজাও অন্য পাঁচ বিজয়ীকে নিয়ে যাওয়া হয় বনের এক ফুটবল মাঠের পাশের দেয়ালে৷ ইংরেজি ‘The Bobs’ শব্দ দুটিকে রং করেছেন বিজয়ীরা৷
-
গাইবান্ধার মাহফুজার জার্মানি সফর
তথ্যকল্যাণী
মাহফুজাকে বলা হয়েছিল, নিজের পছন্দের একটি শব্দ দেয়ালে লিখতে৷ তিনি লিখেছেন, ‘তথ্যকল্যাণী’৷ ডয়চে ভেলের মাল্টিমিডিয়া বিভাগের কর্মীরা তাঁর এই লেখালেখি প্রয়োজনমত ভিডিও করেছে, ছবি আকারে ধারণ করেছে৷
-
গাইবান্ধার মাহফুজার জার্মানি সফর
ওয়াও, বিউটিফুল!
ডয়চে ভেলে আয়োজিত গ্লোবাল মিডিয়া ফোরামে এবার অংশগ্রহণকারীর সংখ্যা ছিল দু’হাজারের বেশি৷ স্বাভাবিকভাবেই তাই ফোরামের নৌভ্রমণে ভিড় হবে প্রচুর, এমন একটা ধারণা ছিল আগে থেকেই৷ ভিড় এড়াতে মাহফুজা আগেভাগেই হাজির হন জাহাজের কাছে৷ রাইনে থাকা জাহাজের দিকে তাকিয়ে তাঁর মন্তব্য, ‘ওয়াও, বিউটিফুল!’
-
গাইবান্ধার মাহফুজার জার্মানি সফর
জার্মান খাবারে অরুচি
জার্মানি কেমন লাগছে? এমন প্রশ্নের উত্তরে মাহফুজার ছোট্ট জবাব, ‘খুব ভালো লাগছে৷’ তবে জার্মানি খুব ভালো লাগলেও জার্মান খাবার তেমন একটা পছন্দ হয়নি তাঁর৷ নৌভ্রমণে অনেকটা জোর করে এই আলুর অংশবিশেষ খেয়েছেন তিনি৷
-
গাইবান্ধার মাহফুজার জার্মানি সফর
প্রশংসা
গ্লোবাল মিডিয়া ফোরাম সম্মেলনেকে কেন্দ্র করে আয়োজিত এই নৌভ্রমণে অনেকের দেখা পেয়েছেন মাহফুজা৷ তাদের একজন ডয়চে ভেলের এশিয়া বিভাগের প্রধান আলেকজান্ডার ফ্রয়েন্ড৷ মাহফুজার সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশে তথ্যকল্যাণীদের কর্মকাণ্ডের প্রশংসা করেন৷
-
গাইবান্ধার মাহফুজার জার্মানি সফর
ওয়ার্কশপে মাহফুজা
১৮ জুন সকালে গ্লোবাল মিডিয়া ফোরামে এক ওয়ার্কশপে অংশ নেন মাহফুজা আক্তার৷ এসময় তাঁর সঙ্গে ছিলেন ‘ইনফোলেডি গ্লোবাল’-এর পরিচালক মোশাররফ হোসেন, জার্মান সংস্থা ‘ফ্রেইসার’-এর লুকাস ক্রিস্টিয়ান ফিশার এবং ‘চেঞ্জ.অর্গ’-এর পাউলা হানেরমান৷ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডয়চে ভেলের ইংরেজি বিভাগের প্রধান ক্রিশ্চিয়ান সায়ার৷
-
গাইবান্ধার মাহফুজার জার্মানি সফর
সাক্ষাৎকার পর্ব
দ্য বব্স প্রতিযোগিতায় তথ্যকল্যাণী প্রকল্পের বিজয়ের খবর আগেই পৌঁছে গিয়েছিল দেশিবিদেশি মিডিয়ার কাছে৷ ডয়চে ভেলে বিভিন্ন ভাষায় এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে৷ মিডিয়া ফোরামে রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল মাহফুজা এবং মোশাররফের সাক্ষাৎকার গ্রহণ করে৷
-
গাইবান্ধার মাহফুজার জার্মানি সফর
অবশেষে মাহেন্দ্রক্ষণ
গ্লোবাল মিডিয়া ফোরামের মাঝেই একটি অনুষ্ঠানে দ্য বব্স-এর জুরি অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷ মাহফুজা আক্তারের হাতে সম্মাননা তুলে দেন ডয়চে ভেলের প্রধান সম্পাদক উটে শেফার৷ বাংলাদেশের তথ্যকল্যাণীদের প্রতিনিধি হিসেবে এই পুরস্কার গ্রহণ করেন মাহফুজা৷
-
গাইবান্ধার মাহফুজার জার্মানি সফর
আমরাও পারি
দ্য বব্স পুরস্কার হাতে নিয়ে জানানো তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহফুজা বলেন, ‘‘শুরুতে তথ্যকল্যাণী হিসেবে আমাদের কাজ মোটেই সহজ ছিল না৷ তবে এখন গ্রামের মানুষ আমাদের সম্পর্কে জানে৷ আমরা গ্রামের মেয়ে হয়েও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারছি, মানুষের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে পারছি৷’’
-
গাইবান্ধার মাহফুজার জার্মানি সফর
দ্য বব্স বিজয়ীরা
চলতি বছর দ্য বব্স প্রতিযোগিতায় জুরি অ্যাওয়ার্ড গ্রহণকারীদের মধ্যে মাহফুজাসহ অন্যরা হচ্ছেন সেরা ব্লগ ক্যাটেগরিতে লি চেনপেং, ‘সেরা সামাজিক আন্দোলন’ ক্যাটেগরিতে মরক্কোর তরুণ প্রজন্মের উদ্যোগ ‘৪৭৫’-এর সদস্য হুদা লামকাদাম, ‘সেরা উদ্ভাবন’ ক্যাটেগরিতে ফ্রি উইবোর কার্ল লি এবং রিপোটার্স উইদাআউট বর্ডার্স ক্যাটেগরিতে সাংবাদিক ফাবি কুসাই-এর ভাই৷
-
গাইবান্ধার মাহফুজার জার্মানি সফর
মোশাররফ ও মাহফুজা
ডয়চে ভেলের দ্য বব্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষ্যে অনেকবার ছবির জন্য পোজ দিতে হয়েছে মাহফুজাকে৷ মাঝামাঝে তাঁর সঙ্গী হয়েছেন মোশাররফ৷ ফ্লিকারে ডয়চে ভেলের পাতায় এসব ছবি পাওয়া যাবে৷
-
গাইবান্ধার মাহফুজার জার্মানি সফর
সবাইকে ধন্যবাদ
জার্মানিতে মাহফুজা বেশ লাজুক ছিলেন৷ তবে নিজ গ্রামে তিনি পরিচিত স্পষ্টবক্তা হিসেবে৷ জার্মানি থেকে বিদায়ের প্রাক্কালে মাহফুজা ডয়চে ভেলের সবাইকে ধন্যবাদ জানাতে ভোলেননি৷ মোশাররফের সঙ্গে ২০ জুন দুপুরে জার্মানি ত্যাগ করেন তিনি৷
লেখক: আরাফাতুল ইসলাম
এই পদ্ধতি অনুসরণ করে যত খুশি মনোনয়ন জমা দিতে পারেন আপনি৷ তবে একটি ওয়েবসাইটের লিংক একাধিকবার জমা দেয়া হলে পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা কোনোভাবেই বাড়বে না৷ তাই একটি ওয়েবসাইট একাধিকবার জমা দেয়ার প্রয়োজন নেই৷
ফেসবুকে আমাদের আরেক পাঠক এমামুল শেখ লিখেছেন: পুরস্কারটা কোন বিষয়ের উপর দেওয়া হয়?
২০০৪ সালে চালু হওয়া ‘দ্য বব্স' অ্যাওয়ার্ডের মাধ্যমে জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলে মূলত সেসব ওয়েবসাইট বা অনলাইন প্রকল্পকে স্বীকৃতি দিচ্ছে, যারা বাক স্বাধীনতা এবং মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে সক্রিয়৷
বাক স্বাধীনতা, মানবাধিকার কিংবা গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টায় সংগ্রামরত ব্লগার বা অনলাইন অ্যাক্টিভিস্টদের ব্লগ সাইট, ফেসবুক পাতা কিংবা টুইটার অ্যাকাউন্ট এই প্রতিযোগিতার জন্য মনোনয়ন পেতে পারে৷ একইসঙ্গে বিভিন্ন ব্যতিক্রমী এবং ভিন্নধারার ওয়েবসাইট, বিশেষ করে যেগুলো মানুষের বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার দাবিতে প্রতিষ্ঠিত, সেগুলোও মনোনয়নের জন্য উপযুক্ত হিসেবে বিবেচনা করা হবে৷
২০১৩ সালের দ্য বব্স বিজয়ীদের সম্পর্কে ধারণা পেতে ক্লিক করুন এখানে৷
উল্লেখ্য, ডয়চে ভেলের ‘দ্য বব্স' প্রতিযোগিতার চলতি আসরে মনোনয়ন জমা দেয়া যাবে আগামী ৫ মার্চ পর্যন্ত৷ আরবি, বাংলা, চীনা, জার্মান, ইংরেজি, ফরাসি, হিন্দিসহ মোট ১৪টি ভাষায় মনোনয়ন জমা দেয়া যাবে৷