1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্ব

যুক্তরাষ্ট্রে জমে উঠছে প্রেসিডেন্ট নির্বাচনি দৌড়

হিলারির ঘোষণা আসে মঙ্গলবার নিউ জার্সির প্রাইমারিতে জয়ের পর৷ প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স এখনও হাল ছাড়তে রাজি নন৷ ডোনাল্ড ট্রাম্প স্যান্ডার্স ভোট কুড়নোর তালে৷ ওদিকে ডোমোক্র্যাটদের একত্রিত করার চেষ্টায় বারাক ওবামা৷

প্রাইমারির নাটকীয় পাঁচ মাসের পর মার্কিন প্রেসিডেন্সিয়াল দৌড় এবার তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছে৷ দৃশ্যত রিপাবলিকানদের প্রার্থী হবেন ডোনাল্ড ট্রাম্প, ডেমোক্র্যাটদের নমিনি হতে চলেছেন হিলারি ক্লিন্টন৷ কিন্তু উভয় দলই গভীরভাবে বিভক্ত৷ তাই ক্লিন্টন যেমন ট্রাম্প-বিরোধী রিপাবলিকানদের ভোট টানার পরিকল্পনা করছেন, ঠিক তেমনি ট্রাম্প স্যান্ডার্স-সমর্থক ডেমোক্র্যাটদের ভোট পাবার স্বপ্ন দেখছেন৷

সোমবার, অর্থাৎ মঙ্গলবারের প্রাইমারিগুলির অব্যবহিত আগে অ্যাসোসিয়েটেড প্রেস ও অপরাপর বহু টেলিভিশন নেটওয়ার্ক ঘোষণা করে বসে থাকে যে, সুপারডেলিগেটদের ধরলে, ক্লিন্টন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডেমোক্র্যাট দলের মনোনয়ন পাবার জন্য প্রয়োজনীয় ২ হাজার ৩৮৩ জন ডেলিগেট সংগ্রহ করে ফেলেছেন৷ তারপর আসে আরো একটি সুপার টিউসডের প্রাইমারি৷ বুধবার ক্লিন্টন তাঁর নিউ ইয়র্কে প্রদত্ত ভাষণে স্পষ্ট করে দেন যে, এবার আসল লড়াই শুরু হতে চলেছে, ‘‘আমরা একটি মাইলফলকে পৌঁছেছি৷ এই প্রথম জাতির ইতিহাসে একজন নারী একটি বড় রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হতে চলেছেন৷''

মঙ্গলবারের ছয়টি স্টেটের মধ্যে ক্লিন্টন নিউ মেক্সিকো ও সাউথ ডাকোটায় জিতেছেন ও ক্যালিফর্নিয়ায় এগিয়ে আছেন৷ স্যান্ডার্স জিতেছেন নর্থ ডাকোটা ও মন্টানায়৷ তবুও তিনি ক্যালিফোর্নিয়ার সান্টা মনিকায় তাঁর উৎফুল্ল সমর্থকদের বলেছেন যে, তিনি ১২ই জুন ওয়াশিংটন ডিসি-র প্রাইমারিতে থাকছেন এবং তার পরেও জুলাই মাসের ডেমোক্র্যাটিক কনভেনশনেও ‘‘আমাদের (ডেমোক্র্যাটদের) এই যুদ্ধকে'' নিয়ে যাবেন৷

স্যান্ডার্স নিশ্চয় জানেন যে, তাঁর আর ক্লিন্টনকে হারানোর কোনো সম্ভাবনা নেই৷ সেই অনুপাতে তাঁর সুরও কিছুটা নরম হয়ে এসেছে৷ অপরদিকে তিনি প্রেসিডেন্ট ওবামার সঙ্গে একটানা যোগাযোগ রেখে চলেছেন৷ ওবামা গতকাল সন্ধ্যাতেও স্যান্ডার্স ও ক্লিন্টন, উভয়ের সঙ্গেই টেলিফোনে কথা বলেছেন৷ তবে ক্লিন্টনকে স্পষ্টভাবে ‘এনডর্স', অর্থাৎ সুপারিশ করেননি৷ ওবামা বৃহস্পতিবার স্যান্ডার্সকে নিয়ে বসছেন সেইসব বিষয় নিয়ে আলোচনা করতে, যেগুলি ‘‘অ্যামেরিকার খেটে খাওয়া পরিবারদের'' কাছে গুরুত্বপূর্ণ - হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জশ এর্নেস্ট একটি বিবৃতিতে বলেছেন৷ যেমন স্যান্ডার্স ইতিপূর্বে ‘সামাজিক, অর্থনৈতিক, জাতিগত ও পরিবেশগত ন্যায়ের' কথা বলেছেন৷ অর্থাৎ ট্রাম্পের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের আগে ডেমোক্র্যাট দলকে একত্রিত করার দায়িত্ব নিচ্ছেন বিদায়ী ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা৷

এসি/এসিবি (ডিপিএ, এপি, এএফপি)

নির্বাচিত প্রতিবেদন

সংশ্লিষ্ট বিষয়