1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যানজট নিরসনে হকার উচ্ছেদ কোন কাজে আসবেনা

Debarati Guha২৫ অক্টোবর ২০১০

যানজট নিরসনে রাজধানী ঢাকার ফুটপাথ থেকে হকার উচ্ছেদের বিরোধিতা করছেন বিশ্লেষকরা৷ তারা বলছেন, যানজটের বড় কারণ হকার নয়, বরং যথেষ্ট সড়ক নেই৷

https://p.dw.com/p/PniZ
যানজট এবং নিয়ন্ত্রণহীন চালাচলছবি: picture-alliance/ dpa

রাজধানীর ফুটপাথে ৮ থেকে ১০ লাখ হকার নানা ধরনের ব্যবসার সঙ্গে জড়িত৷ তাদের ওপর নির্ভর করে অনেক পরিবার৷ বিশ্লেষকরা মনে করেন, হকার উচ্ছেদ করে যানজট দূর করা সম্ভব নয়৷ কারণ রাজধানীতে যানবাহনের তুলনায় সড়ক যথেষ্ট নয়৷ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদষ্টা ড. মীর্জা আজিজুর ইসলাম ডয়চে ভেলেকে বলেন, পাতাল রেল বা আকাশ রেল করে যানজট কমান সম্ভব৷ নেয়া যেতে পারে আরো অনেক পদক্ষেপ৷ কিন্তু হকার উচ্ছেদ করে যানজট কমানোর সিদ্ধান্ত কোন কাজে আসবেনা৷

তিনি জানান, ব্যাংকক ও সিংগাপুরসহ বিশ্বের অনেক দেশেই হকারদের ফুটপাথে এধরনের ব্যবসা করার সুযোগ দেয়া হয়৷ এরসঙ্গে অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি জড়িত৷ হকারদের উচ্ছেদ করলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে৷ দেখা দিতে পারে সামাজিক অসন্তোষ৷

অন্যদিকে ১লা নভেম্বর থেকে হকার উচ্ছেদের কথা থাকলেও যোগাযোগ মন্ত্রণালয় সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে৷ তারা চাইছে, ঈদের পর উচ্ছেদ অভিযান চালাতে৷ যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন জানান, মানবিক বিবেচনায় ঈদের পর থেকে হকার উচ্ছেদ করা হবে৷ বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে জানান হয়েছে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক