1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মোবাইল ফোন নোকিয়া

বিগত ৩২ বছরের পথপরিক্রমায় কখনো কোথাও সফরে গেলেই, পরিবারের অন্যতম সদস্যরূপে সফরসঙ্গি থাকতো রেডিও নামের প্রিয় জড়বস্তুটি৷ কিন্তু এবার ...

default

তার ব্যতিক্রম৷ ডয়চে ভেলে থেকে পাওয়া মোবাইল ফোন নোকিয়া ৩১১০-এর সুবাদে এবারের সার্বক্ষণিক সফরসঙ্গি ওয়েব সাইট৷ যার অর্থ, কয়েকদিন থেকে রেডিও শুনতে পাচ্ছিনা৷ তবে সফরের সময়গুলো কাটছে ডয়চে ভেলের রংপুর এফএম অঞ্চলের নতুন ও পুরাতন শ্রোতা বন্ধুদের সাথে যোগাযোগ, মত বিনিময়, আলোচনা, এফএম স্টিকার বিতরণ ও লাগানো এবং অবশিষ্ট বেলা শুধুই ওয়েবসাইটের বিভিন্ন অলিতে গলিতে বিচরণ করে৷

সংবাদ, চলতি ঘটনা ও ফিচারগুলোসহ অন্যান্য সব বিষয়ে বিচিত্র তথ্য আহরণ করে জ্ঞানভান্ডার সমৃদ্ধ করছি৷ তবে অনেক চেষ্টা করেও নিউজলেটার পড়তে পারছি না৷ দয়া করে ঐ ওয়েব ম্যাগাজিনটির গ্রাহক হবার সুযোগ দেবেন কী ? আব্দুল কুদ্দুস মাস্টার, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ৷

আমি প্রায় প্রতিদিন তোমাদের ওয়েবসাইট দেখি৷ খুবই তথ্যবহুল৷ তাই আমার খুব ভালোও লাগে৷ রাতের অনুষ্ঠানে একটি জেমস-এর গান শুনালে খুশি হবো৷ রোহান, আড়পাড়া, কালিগঞ্জ, বাংলাদেশ৷

আজকে ওয়েব সাইটে বিজ্ঞান প্রযুক্তি বিভাগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত লেখকের মন্তব্য "গুগল মানুষের স্মৃতিশক্তির বারোটা বাজাচ্ছে" বিষয়ক চমৎকার তথ্য সম্বলিত প্রতিবেদনটি পড়ে আমি ভীষণ মুগ্ধ হয়েছি৷ আমিও ঐ মার্কিন লেখক নিকোলাসের মন্তব্যের সাথে সম্পূর্ণরূপে একমত পোষণ করছি৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া, বাংলাদেশ৷

ক্যাম্পাস অনুষ্ঠান ভালো লাগছে৷ তবে আরো ভালো লাগবে যদি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আলোচনা করা হয়৷ মোঃ ফিরোজ আহমেদ, নিউ এফএম লিসনার্স ক্লাব, গায়হানা, মান্দা, নওগাঁ, বাংলাদেশ৷

আমি শুধু বাংলা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা নই, ওয়েবসাইট ভিজিটারও৷ নিয়মিত ওয়েবসাইট দেখার ফলে অনেক প্রয়োজনীয় তথ্য জানতে পেরেছি৷ আশাকরি আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং উপহারসামগ্রী পাঠাবেন৷ রিয়াজ আহমেদ খান, ডয়চে ভেলে ইউজার্স ক্লাব, রওশনপুরা-১, শেখপুরা ৩৯৩৫০, পাকিস্তান৷

বিশ্বে ঘটে যাওয়া সর্বশেষ সংবাদ আমি ডয়চে ভেলে থেকেই জানতে পারছি৷ কারণ আমার টেলিভিশন নেই৷ জিৎ, সিলেট, বাংলাদেশ৷

আমি ডয়চে ভেলের নতুন শ্রোতা শ্রোতা, অনুষ্ঠান নিয়মিত শুনি৷ আমাকে নতুন বন্ধু হিসেবে গ্রহণ করবেন৷ মোঃ মঈনুল ইসলাম রাসেল, পশ্চিমপাড়া, কিশোরগঞ্জ, নিলফামারী, বাংলাদেশ৷