1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

মোনালিসা কি তবে পুরুষ!

লিওনার্দো দা ভিঞ্চি’র মোনালিসাকে নিয়ে এবার কথা বলেছেন ইটালির গবেষকরা৷ তাঁরা বলতে চাইছেন, মোনালিসা শিল্পকর্মটির মডেল আসলে কোনো নারী ছিলেন না, ছিলেন পুরুষ৷

default

লিওনার্দো দা ভিঞ্চি’র মোনালিসা

রহস্যময় সেই অজানা হাসির জন্য আজও বিশ্বজুড়ে পরিচিত মোনালিসা৷ তবে গবেষকরা এবার বলতে চাইছেন – এই ছবিটির মধ্য দিয়ে ইটালির শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি সরাসরি কোনো নারীকে নয়, বরং কোনো পুরুষের কাল্পনিক নারী অবয়বকে ফুটিয়ে তুলেছেন৷

শিল্পকর্মের রহস্য উদ্ঘাটনে বিশেষজ্ঞ ইটালির এমন কয়েকজন গবেষক সম্প্রতি বলেছেন, ভিঞ্চির এই ছবিটির মডেল আসলে কে ছিলেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলে আসছে৷ এবার তাঁরা সেই রহস্যের উদ্ঘাটন করলেন৷ ‘দ্য ইটালিয়ান ন্যাশনাল কমিটি ফর কালচারাল হেরিটেজ'এর সভাপতি সিলভানো ভিনচেটি বলেছেন, ফ্লোরেন্স শহরে জন্ম নেওয়া এই শিল্পী হয়তো নিজের আদলেই সৃষ্টি করেছিলেন মোনালিসাকে৷ কিংবা তাঁর ‘প্রেমিক' বলে যাকে মনে করা হয়, সেই জান জোকোমো ওরফে ‘সালাই' হয়ত ছিলেন এই ছবিটির অন্তরালে৷ তবে তাঁর এই মন্তব্যকে সঙ্গে সঙ্গেই নাকচ করে দিয়েছেন প্যারিসের লুভ্র জাদুঘরের বিশেষজ্ঞরা৷ সেখানেই রয়েছে বিশ্বনন্দিত এই চিত্রকর্মটি৷

সালাই ছিলেন একজন তরুণ শিল্পী, যিনি ভিঞ্চির সঙ্গে পঁচিশ বছর একসঙ্গে কাজ করেছিলেন৷ এবং ভিঞ্চির বিভিন্ন ছবির মডেল হিসেবে যাকে চিন্তা করা হয়৷ ভিনচেটির মতে, তাঁদের মধ্যে অন্য ধরণের কোনো সম্পর্ক ছিলো৷ সম্ভবত তাঁরা একে অপরকে ভালোবাসতেন৷ তিনি বলেন, সালাই'কে মডেল হিসেবে চিন্তা করে ভিঞ্চি আরও কয়েকটি ছবি এঁকেছিলেন৷ আর সেইসব ছবিতে নাক, মুখের যে আদল দেখা যাচ্ছে, তার সঙ্গে মোনালিসার মিল রয়েছে৷

তিনি মনে করেন, ভিঞ্চি হয়তো ইচ্ছে করেই তাঁর ছবির মডেলের পরিচয় গোপন করেছিলেন৷ ইটালির গবেষকরা আরও দাবি করেন, তাঁরা মোনালিসার চোখের মধ্যে অতি ক্ষুদ্র করে লেখা ‘এল' এবং ‘এস' অক্ষরদুটো খুঁজে পেয়েছেন৷ ছবিটির উচ্চমানের ডিজিটাল কপির নিকট পর্যবেক্ষণে দেখা গেছে, সেখানে এল অক্ষরটি লিওনার্দোর জন্য এবং এস অক্ষরটি সালাই এর জন্য৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন