1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

মেল গিবসনের ছবি থেকে সরে দাঁড়ালেন ডিক্যাপ্রিও

ইহুদি বিদ্বেষী মন্তব্য করে অনেক আগেই হলিউডে বিরাগভাজন হয়েছেন মেল গিবসন৷ তারপর এলো সাবেক মেয়েবন্ধুর অভিযোগ৷ সবকিছু মিলিয়ে দিনকাল তেমন ভালো যাচ্ছে না ব্রেভহার্ট তারকার৷

Leonardo Dicaprio

লিওনার্ডো ডিক্যাপ্রিও

একের পর এক বিতর্কে জড়িয়ে নিজেকে অনেকটা একঘরে করে ফেলছেন মেল গিবসন৷ হলিউডের নামকরা তারকারাও এখন তাঁর সঙ্গে জড়াতে চাচ্ছেন না৷ সংবাদ মাধ্যমগুলোর খবর থেকে জানা গেছে, হলিউডের আরেক তারকা লিওনার্ডো ডিক্যাপ্রিও মেল গিবসনের ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন৷ ইউরোপের ভাইকিং জাতির ওপর একটি ঐতিহাসিক ছবি তৈরির পরিকল্পনা করছিলেন মেল গিবসন৷ এজন্য তাঁর প্রথম পছন্দ ছিল এই মুহুর্তে হলিউডের অন্যতম সেরা অভিনেতা ডিক্যাপ্রিওকে৷ বিষয়টি কিছুটা এগিয়েও গিয়েছিল৷ এই প্রথম গিবসন এবং ডিক্যাপ্রিও কোন ছবিতে একসঙ্গে কাজ করতে যাচ্ছিলেন৷ কিন্তু জানা গেছে, ডিক্যাপ্রিও আর গিবসনের সঙ্গে কাজ করতে আগ্রহী নন৷

Mel Gibson und seine Lebensgefährtin Oksana Grigorieva

মেয়েবন্ধু গ্রিগোরিয়েভার সঙ্গে গিবসন

তাঁর পক্ষ থেকে এতটুকু বলা হয়েছে যে, কার সঙ্গে কাজ করবেন ডিক্যাপ্রিও সেই অধিকার তিনি অর্জন করেছেন৷ এবং তাঁদের মধ্যে মেল গিবসন পড়েন না৷

বলাই বাহুল্য, ডিক্যাপ্রিওর এই সিদ্ধান্তে বেশ হতাশই হবেন অস্কার বিজয়ী মেল গিবসন৷ জানা গেছে, সম্প্রতি তাঁকে ও তাঁর মেয়েবন্ধু ওসকানা গ্রিগোরিয়েভাকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার কারণেই নাকি ডিক্যাপ্রিও আর গিবসনের সঙ্গে কাজ করতে চাচ্ছেন না৷ উল্লেখ্য, গিবসনের মেয়েবন্ধু গ্রিগোরিয়েভা সম্প্রতি তাঁর বিরুদ্ধে বর্ণবাদ ও যৌন নিপীড়ন মূলক আচরণের অভিযোগ আনেন৷ দুইজনের নয় মাস বয়সী এক কন্যা শিশু রয়েছে৷ তাকে নিয়েও বেশ টানাটানি চলছে দুজনের মধ্যে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক